৭৫০ সিরীয় শরণার্থী নেবে নিউজিল্যান্ড
প্রকাশিত হয়েছে : ৯:৫৯:৩৭,অপরাহ্ন ০৭ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩০৪ বার পঠিত
আগামী তিন বছরে ৭৫০ জন সিরীয় শরণার্থীকে নেয়ার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। ইউরোপে মানবিক সংকট মোকাবেলায় সাড়া দানের জন্য ব্যাপক চাপ আসার প্রেক্ষাপটে সোমবার এ ঘোষণা দিয়েছে দেশটি।
অভিবাসন মন্ত্রী মাইকেল উডহাউস বলেন, সরকারের বিদ্যমান কোটার আওতায় সিরীয়দেরকে ১৫০টি স্থানে যাওয়ার প্রস্তাব দেয়া হবে। এছাড়া একটি বিশেষ জরুরি কর্মসূচির মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে আরো ৬০০ লোককে গ্রহণ করা হবে।
অভিবাসী নেয়ার ক্ষেত্রে নিউজিল্যান্ডের জন্য একটি কোটা নির্ধারিত আছে। চলমান কোটা অনুযায়ী দেশটিকে ৭৫০ জন অভিবাসীকে নিতে হবে। ১৯৮৭ সালের পর এ কোটা আর বাড়েনি।
উডহাউস বলেন, সিরিয়া ও ইউরোপে বর্তমানে যে মানবিক সংকট চলছে তা নিয়ে নিউজিল্যান্ডের বেশিরভাগ মানুষের মতো সরকারও খুবই উদ্বিগ্ন। সিরিয়া ও ইউরোপে সম্প্রতি মানবিক সংকট আরো জোরালো হয়েছে।