৪-০ গোলে হারলো বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ১০:১৮:০৩,অপরাহ্ন ০৮ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩৩৭ বার পঠিত
জর্ডানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের হোম ম্যাচে ৪-০ গোলে হারলো বাংলাদেশ। দুই অর্ধে দুটি করে গোল দেয় মধ্যপ্রাচ্যের দলটি। শুরটা ভাল করলেও প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ দল। ১৩ মিনিটেই পেনাল্টি পেয়ে যায় সফরকারীরা। আতিকুর রহমান মিশু নিজেদের বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে হাতে লাগালে পেনাল্টি পায় জর্ডান। পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন আব্দুল্লাহ (১-০)। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুনতার আবু আমারা (২-০)। যদিও ম্যাচের ২৫ ও ৩১ মিনিটে সমতায় ফেরার দুটি সহজ সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের। ২৫ মিনিটে মামুনুলের কর্নার ইয়াসিনের দারুন হেড ভাগ্য সহায় না থাকায় জালে জড়ায়নি। আর ৩১ মিনিটে গোলরক্ষককে কাটিয়ে গোল করতে ব্যর্থ হয়েছেন জুয়েল রানা। ৩৭ মিনিটে মামুনুলের ফ্রিকীক সরাসরি গোলরক্ষকের হাতে চলে গেলে ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। ৪৩ মিনিটে ম্যাচের সহজতম সুযোগটি নষ্ট করেন জুয়েল রানা। দুই ডিফেন্ডারকে কাটিয়ে ও আগুয়ান গোলরক্ষককে বোকা বানিয়ে তার নেয়া শট অল্পের জন্য বাইরে চলে যায়।
অস্ট্রেলিয়ার সঙ্গে ৫-০ গোলে হারের পর এ ম্যাচে একাদশে চারটি পরিবর্তন আনেন ক্রুইফ। ইনজুরির কারনে দল থেকে ছিঁটকে পড়া হেমন্তের স্থলাভিসিক্ত করা হয়েছিল মোনায়েম খান রাজুকে। পারফর্ম্যান্সের কারনে বাদ পড়া এনামুল হক ও লিংকনের জায়গায় সেরা একাদশে ঠাঁই
পেয়েছিলেন আতিকুর রহমান মিশু ও ইয়ামিন মুন্না। গোলরক্ষক সোহেল শতভাগ ফিট
না হওয়ায় তাকে নিয়ে কোন প্রকার ঝুঁকি নিতে চাননি ডাচ এ কোচ। তাই সোহেলের পরিবর্তে গতকাল গোলবার আগলে রাখার দায়িত্ব বর্তায় রাসেল মাহমুদ লিটনের কাঁধে।
বাংলাদেশ দল : লিটন (গোলরক্ষক) মিশু, তপু, ইয়াসিন, ইয়ামিন, নাসির, জামাল, রাজু মামুনুল, জুয়েল রানা, এমিলি