ভারতকে হারিয়ে শেষ করলো বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ১০:২৩:১৮,অপরাহ্ন ০৮ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩২৩ বার পঠিত
জয় দিয়েই আইসিআরসি আন্তর্জাতিক প্রতিবন্ধী টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষ করলো বাংলাদেশ। মঙ্গলবার বিকেএসপির মাঠে মাঠে ভারতকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। তবে এতে ফাইনালে ওঠা হচ্ছে না তাদের। তৃতীয় স্থান অর্জন করেই টুর্নামেন্ট শেষ হলো বাংলাদেশের। আগামী বৃহস্পতিবারের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড। দিনের অন্য ম্যাচে আফগানিস্তানকে ৩ রানে হারিয়ে ফাইনালের টিকিট কাটে ইংল্যান্ড। এই ইংল্যান্ডকে হারিয়েই টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশের প্রতিবন্ধী খেলোয়াড়রা। কিন্তু পরে পাকিস্তান ও আফগানিস্তানের কাছে টানা দুই ম্যাচ হেরে তাদের ফাইনালের আশা শেষ হয়ে যায়। তবে শেষ ম্যাচে দুর্দান্ত জয় দিয়ে শেষ করলো তারা। আজ বিকেএসপির মাঠে টস জিতে প্রথমে ব্যাটে গিয়ে ভারত সংগ্রহ করে ৮ উইকেটে ১১৫ রান। জবাবে ১৮.৪ ওভারে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায়। শুরুতে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। কিন্তু আমিন উদ্দিন ও শাহরিয়ার শমীমের ৬৫ রানের জুটি বাংলাদেশের জয়ের পথ দেখায়। রান আউট হওয়ার আগে আমিন ৪৩ বলে ৪৫ রান করেন। আর ম্যাচসেরা শামিম শেষ পর্যন্ত ৪২ রানে অপরাজিত থাকেন। আগের ম্যাচে তিনি ফিফটি করেন। এর আগে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন কুনাল। আর ২৬ রান আসে আনসুলের ব্যাট থেকে।