শমশেরনগরের ব্যবসায়ীকে বাসায় ডেকে নিয়ে হাত পা ভেঙ্গে দেওয়া হয়েছে।।শমশেরনগরে প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ৮:৪৩:০৭,অপরাহ্ন ০৯ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২০৮২ বার পঠিত
মোঃমিজানুর রহমান, কমলগঞ্জ প্রতিনিধিঃকমলগঞ্জ উপজেলার শমশেরনগরের ব্যবসায়ী আব্দুল কাইয়ুম (৪০) কে শমশেরনগর চা বাগান রোডের তার নিজ দোকান থেকে এই রোডের ফ্রান্স প্রবাসী শামসুল ইসলামের বাসায় ডেকে নিয়ে শামসুল ইসলাম,শমশেরনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার শেখ রায়হান ফারুক ও ভাড়াটিয়া সন্ত্রাসী মিলে লোহার রড,পাইপ,হকিস্টিক ও হাতুরি দিয়ে পিঠিয়ে তার হাত পা ভেঙ্গে দেন।
একপর্যায়ে কাইয়ুমের অবস্তা আশঙ্কাজনক হলে পুলিশ ও শমশেরনগরের চেয়ারম্যান জুয়েল আহমদ কে খবর দেন।
চেয়ারম্যান জুয়েল আহমদ কাইয়ুমের অবস্তা আশঙ্কাজনক দেখে এর প্রতিবাদ করলে চেয়ারম্যানকে বাসা থেকে বের করে দিয়ে আরেক দফা পেঠিয়ে চোর বানিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।পুলিশ থাকে নিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
এই ঘঠনার প্রতিবাদে আজ (৯ সেপ্টেম্বর) বুধবার শমশেরনগর এর সব ব্যাবসায়ী ও সাধারণ জনগন বিকেল ৩ ঘটিকার সময় শমশেরনগর রেলস্টেশন মাঠে প্রতিবাদ সভা করেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন,ব্যবসায়ী কাইয়ুম কে বাসায় ডেকে নিয়ে হাত,পা ভেঙ্গে প্রাণে মারার চেষ্টা করেন শামসুল ইসলাম, শেখ রায়হান ফারুক।তারা দাবী করেন এই ঘঠনার সাথে আরো যারা জড়িত তাদের সবাইকে অবিলম্বে গ্রেফতার করে কাইয়ুম কে মুক্তি দেওয়া হোক।
বক্তারা আরো বলেন,২৪ ঘন্টার মধ্যে কাইয়ুমের উপর মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং ৪৮ ঘন্টার মধ্যে সমাধান না হলে পরর্বতী পদক্ষেপ নেয়া হবে।
প্রথম আলোর প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু বক্তব্যে বলেন,প্রবাসী শামসুল ইসলামের বউর সাথে শেখ রায়হান ফারুক মেম্বারের অবৈধ সম্পর্ক ছিলো যা কাইয়ুম জানতে পেরে শামসুল ইসলামের পিতাকে বলে দেয়।শেখ রায়হান ফারুক তা জানতে পেরে প্রবাসী শামসুল ইসলাকে মিথ্যে বুঝিয়ে ফ্রান্স থেকে আনিয়ে উল্টো কাইয়ুম কে দোষী বানিয়ে এই হামলা করান।তিনি এই ঘঠনার নিন্দা ও হামলা কারীদের আইনের আওরায় আনার জন্য প্রশাসনের কাছে দাবী জানান।