বাংলদেশ ‘এ’ দলের বিপক্ষে তিন দিনের ম্যাচে ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। এ ম্যাচ সামনে রেখে ১৪ জনের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সদ্য শ্রীলঙ্কা সফরে গল টেস্টে অনুজ্জ্বল নৈপুণ্য শেষে ভারত টেস্ট একাদশ থেকে বাদ পড়েন পেস তারকা বরুন আরন। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সুযোগ পাচ্ছেন এ ভারতীয় পেস তারকা। গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি হাঁকান ওপেনার শিখর ধাওয়ান। কিন্তু ওই ম্যাচে ইনজুরি নিয়ে সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে পড়েন এ ভারতীয় ওপেনার। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য ১৫ জনের ওয়ানডে দলও ঘোষণা করেছে বিসিসিআই। ওয়ানডেতে ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন উন্মুক্ত চাঁদ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দু’দল মুখোমুখি হবে আগামী ১৬, ১৮ ও ২০শে সেপ্টেম্বর। আর তিনদিনের ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৭শে সেপ্টেম্বর। ম্যাচগুলো হবে ভেন্যু বেঙ্গালুরুতে। তবে ভারত ‘এ’ দলের বিপক্ষে তিন দিনের ম্যাচে মাঠে নামার আগে আলাদা প্রস্তুতির সুযোগ পাচ্ছে মুমিনুল হক বাহিনী। প্রাদেশিক দল কর্ণাটকের বিপক্ষে মহিশুরে তিন দিনের ম্যাচ খেলবেন মুমিনুলরা। ম্যাচটি মাঠে গড়াবে ২২শে সেপ্টেম্বর।
ভারত ‘এ’ দল (তিন দিনের ম্যাচ): শিখর ধাওয়ান (অধিনায়ক), অভিনব মুকুন্দ, করুণ নায়ার, শ্রেয়াস আইয়ার, বাবা অপরাজিত, নমন ওঝা, জয়ন্ত যাদব, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, শ্রেয়াস গোপাল, অভিমান্যু মিথুন, বরুন আরন, ইশ্বর পা-ে ও শেলডন জ্যাকসন।