কমনওয়েলথ গেমসে বাংলাদেশের স্বর্ণজয়
প্রকাশিত হয়েছে : ১০:২৯:৪২,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৭৩ বার পঠিত
স্পোর্টস ডেস্ক
কমনওয়েলথ ইয়ুথ গেমসের আরচারিতে স্বর্ণপদকের গৌরব পেলো বাংলাদেশ। বৃহস্পতিবার আরচারির রিকার্ভ বো ইভেন্টে স্বর্ণপদক জেতেন বাংলাদেশের আরচ্যার তামিমুল ইসলাম । এতে তামিম পেছনে ফেলেন ভারতের শীর্ষ আরচার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ সামোয়ায় বসেছে পঞ্চম কমনওয়েলথ ইয়ুথ গেমস। ৯টি ডিসিপ্লিনে এতে অংশ নিচ্ছে সহস্রাধিক অ্যাথলেট। একই দিন বাংলাদেশ সাফল্য দেখেছে মেয়েদের তীর-ধনুক বাজিতেও। বালিকা বিভাগে ব্যক্তিগত রিকার্ভ বো ইভেন্টে ব্রোঞ্জপদক জেতে বাংলাদেশের নন্দিনী খান স্বপ্না।