নেইমারের ২০৫.৯ মিলিয়ন পাউন্ডের সেলফি
প্রকাশিত হয়েছে : ১০:৩৯:১২,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৬৭ বার পঠিত
স্পোর্টস ডেস্ক
ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারের এক সেলফির দাম ২০৫.৯ মিলিয়ন পাউন্ড! হ্যা, এটাই সত্যি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে দেশে ফেরার পথে বিমানে বসে সতীর্থদের সঙ্গে একটি সেলফি তুলেছেন নেইমার। জাতীয় দলের ১১ জন খেলোয়াড় তার ক্যামেরাবন্দী হয়েছে। আর এই ১১ জন খেলোয়াড়ের একত্রে মূল্য ২০৬.৯ মিলিয়ন পাউন্ড। বার্সেলোনার এ স্ট্রাইকার নিজের ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেছেন। ছবির ১১ জনের ১০ জনই খেলেন ইউরোপের বিভিন্ন ক্লাবে। লিভারপুলের ফিলিপে কুটিনহো ও রবার্তো ফিরমিনো, রিয়াল মাদ্রিদের মার্সেলোনা ও দানিলো এবং বায়ার্ন মিউনিখের ডগলাস কস্তা আছেন ছবিতে। ১১ জনের মধ্যে একমাত্র লুকাস লিমা ইউরোপে খেলেন না। ২৫ বছর বয়সী এ অ্যাটাকিং মিডফিল্ডার খেলেন নেইমারের সাবেক ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে। ১১ জনের মধ্যে সবচেয়ে বেশি ৬৫.৫ মিলিয়ন দাম নেইমারের। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির ফারনানদিনহোর দাম দ্বিতীয় সর্বোচ্চ ৩০ মিলিয়ন পাউন্ড। লিভারপুলের ফরোয়ার্ড রাবর্তো ফিরমিনোর মূল্য ২৯ মিলিয়ন পাউন্ড। এভাবে সব মিলিয়ে নেইমারের এক সেলফির মূল্য ২০৫.৯ মিলিয়র পাউন্ড। যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারাতে নেইমার করেন জোড়া গোল। ২০১৮ বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে আগামী মাসে ব্রাজিল দল সফর করবে চিলিতে। কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিনদের বিপক্ষে বাছাই পর্বে খেলবে তারা।