রোনালদোর মূল্য ১০০০ মিলিয়ন ইউরো!
প্রকাশিত হয়েছে : ১০:৪৫:২০,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩০২ বার পঠিত
ফুটবলের দল বদলের ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার ফি গ্যারেথ বেলের। ২০১৩ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম থেকে এই পরিমাণ অর্থে তিনি রিয়াল মাদ্রিদে যোগ দেন। এবার স্পেনের এ ক্লাবটি নতুন চ্যালেঞ্জ ছুড়লো। তাদের দলের প্রাণভোমরা ক্রিস্টিয়নো রোনালদোকে দলে ভেড়ানোর জন্য অনেক চেষ্টা করছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আর এবার রোনালদোকে নিয়ে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ক্লাবরে প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। রোনালদোকে নিতে হলে পিএসজিকে ১ বিলিয়ন ইউরো খরচ করতে হবে বলে জানানেল তিনি। এক হাজার মিলিয়নে কিন্তু এক বিলিয়ন। একজন খেলেয়োড়ের পেছনে এত অর্থ খরচ করার কথা কল্পনাই করা যায় না। কিন্তু রোনালদোকে ধরে রাখার জন্য তিনি এমন হুঙ্কারই ছুড়লেন। পেরেজের এই কথায় কাতারের স্পোর্টস ইনভেস্টমেন্টের মালিকানাধীন ক্লাবের রোনালদোর প্রতি আগ্রহ কিছুটা কমতে পারে। পেরেজ বলেন, ‘পিএসজি যদি রোনালদোকে কিনতে চায়, তাহলে সহজ হিসাব! তাদেরকে এন জন্য রিলিজ ক্লজ ১ বিলিয়ন ইউরো দিতে হবে।’ রোনালদো সর্বশেষ টানা দুইবারের ফিফা ব্যালন ডি’অরজয়ী। গত মওসুমে তার ক্লাবকে বড় কোনো শিরোপা জেতাতে না পারলেও ইউরোপে ব্যক্তিগত সর্বাধিক ৫৮ ম্যাচে ৬৬ গোল করেন। রোনালদোর ব্যাপারে পেরেজ আরও বলেন, ‘বর্তমান সময়ে ফুটবলে কেউই বিশেষ সুপার পাওয়ার ক্ষমতাবান নয়। তবে আমরা রোনালদোকে ২০১৬ সালে বিক্রি করতে চাই না। তার সঙ্গে এখনও আমাদের তিন বছরের চুক্তি আছে।’
রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা। ক্লাবটির ডিফেন্ডার জেরার্ড পিকেকে নিয়েও কথা বললেন পেরেজ। পিকে ব্যক্তিগতভাবে কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে। স্পেনের একটি অঞ্চল কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনা। স্পেন থেকে স্বাধীন হরয়ার জন্য তারা বেশ আগ থেকে আন্দোলন করে যাচ্ছে। আর পিকে এই আন্দোলনকে সমর্থক করায় সম্প্রতি স্পেনের সমর্থকদের দুয়ো শুনতে হচ্ছে তাকে। সর্বশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ-২০১৬ এ বাছাই পর্বে স্পেনের হয়ে মাঠে নামার পর অনেক স্বদেশী সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে তাকে। তবে এ ব্যাপারে পিকের পাশ দাঁড়ালেন রিয়ালের প্রেসিডেন্ট। বলেন, ‘কেউ তখনও ভুল করতে পরে। কিন্তু তাকে স্টেডিয়ামে দুয়ো দেয়া ঠিক নয়। বিশেষকরে সে তখন স্পেনের জার্সি গায়ে খেলতে নামে। তার (পিকে) জন্য আমার খারাপ লাগছে।’