সৌদি পৌর নির্বাচনে ভোট দেবেন ১০৯ বছরের বৃদ্ধা
প্রকাশিত হয়েছে : ১১:১৪:৩৫,অপরাহ্ন ১১ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩০০ বার পঠিত
সৌদি আরবের তৃতীয় পৌর নির্বাচনে ভোট দেয়ার জন্য নিবন্ধিত হলেন ১০৯ বছর বয়সী এক বৃদ্ধা। সবচেয়ে প্রবীণ নাগরিক হিসেবে নিবন্ধিত হন তিনি। ইস্টার্ন প্রভিন্সের নির্বাচনী এলাকার একটি কেন্দ্রে ভোটের নিবন্ধন করতে হুইল চেয়ারে সেখানে যান তিনি। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। ইস্টার্ন প্রভিন্স পৌরসভার এক মুখপাত্র মোহাম্মদ আল-সুফিয়ান বলেন, প্রশাসনিক অঞ্চল কাতিফের সাফওয়া ভোটকেন্দ্রে তার নাম নিবন্ধন করাতে যান ১০৯ বছরের ওই বৃদ্ধা। এ বয়সেও তিনি নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে ভীষণ আগ্রহী। ওই মুখপাত্র বলেন, এ ঘটনা সমাজের সর্বস্তরে উচ্চ পর্যায়ের নির্বাচনী সংস্কৃতির বিষয়টিকেই প্রতিফলিত করে।