ফের বাবা হলেন মেসি
প্রকাশিত হয়েছে : ১১:৩৩:০২,অপরাহ্ন ১১ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩০০ বার পঠিত
ফের পুত্র সন্তানের বাবা হলেন লিওনেল মেসি। বার্সেলোনার এ আর্জেন্টাইন স্ট্রাইকার প্রথম পুত্র সন্তানের বাবা হন ২০১২ সালের ২ নভেম্বর। প্রায় দুই বছর পর ফের বাবা হলেন মেসি। বাল্যকালের বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে মেসি একই ছাদের নিচে আছেন ২০০৮ থেকে। মাত্র ৫ বছর বয়স থেকে একে অপরের পরিচিত। আগামীকাল শনিবার স্প্যানিশ লা-লিগায় শক্তিশালী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। কিন্তু ওই ম্যাচ সামনে রেখে আজ অনুশীনলে যোগ দিতে পারেন নি মেসি। বান্ধবী রোকুজ্জোর পাশে ছিলেন তিনি। সন্তান জন্মের আগেই তারা নাম ঠিক করে রেখেছিলেন তার। মেসির আর্জেন্টাইন সতীর্থ ও বন্ধু সার্জিও আগুয়েরোর পুত্র সন্তানের নাম বেঞ্জামিন। মেসির দ্বিতীয় পুত্রের নাম রাখা হয়েছে বেঞ্জামিন।