বিমানে সহযাত্রীর শরীরে এ কি করলো মার্কিন যুবক!
প্রকাশিত হয়েছে : ১:০৬:৩৫,অপরাহ্ন ১২ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩০৬ বার পঠিত
অরেগনের পোর্টল্যান্ডের উদ্দেশে আলাস্কার অ্যাংকারিজ ছেড়ে আসা ব্লুজেটের যাত্রীবাহী বিমানে শুক্রবার এ ঘটনা ঘটে। বিমানবন্দরে পৌঁছার পর মদ্যপ ওই যুবককে গ্রেফতার করা হয় বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
জেফ রুবিন (২৬) নামে ওই যুবক বেশ কয়েক ঘণ্টা কারাগারে (শ্রীঘরে) কাটানোর পর মুক্তি পান বলে পোর্টল্যান্ড পুলিশ জানিয়েছে।
বিমানটির কর্মী ও যাত্রীরা পুলিশকে জানান, তিন ঘণ্টার যাত্রার প্রায় পুরোটা সময় জেফ ঘুমিয়ে ছিলেন। তবে অবতরণের কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে সহযাত্রীর শরীরেরই নিজেকে ভারমুক্ত করার কাজটি সারেন তিনি।
জেফের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে আবর্জনা ছড়ানোর ফৌজদারি অভিযোগ আনা হয়েছে।