এ বছর হজে উট কোরবানি নিষিদ্ধ
প্রকাশিত হয়েছে : ৯:২৭:৩২,অপরাহ্ন ১২ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৯২ বার পঠিত
এ বছর হজ্জ মৌসুমে হাজিদের জন্য মক্কা ও মদিনায় উট কোরবানি নিষিদ্ধ করেছে সৌদি আরব।
মার্স ভাইরাসে সম্প্রতি দেশটিতে মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ার পর এই সিদ্ধান্ত নেয়া হলো।
কর্তৃপক্ষ বলছে, রোগটির সংক্রমণ বিস্তার রোধে দেশটি ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদন বলছে, উটের সংস্পর্শে এলে ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়।
তাই সৌদি আরব বলছে, এবার শুধুমাত্র ভেড়া আর গরু কোরবানি দিতে পারবেন হাজিরা, যা ভাইরাসটির বিস্তার ঘটায় না। সাধারণত হজ্জের সময় কোরবানি দিয়ে হাজিরা মাংস গরীবদের মধ্যে বিতরণ করে থাকেন।
২০১২ সাল থেকে এ পর্যন্ত সৌদি আরবে মার্স ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচশ’র বেশি মানুষ মারা গেছে।