মওসুমে পিএসজির প্রথম হোঁচট
প্রকাশিত হয়েছে : ১০:৫৭:৩৮,অপরাহ্ন ১২ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৯৭ বার পঠিত
স্পোর্টস ডেস্ক
চলতি মওসুম ফরাসি লীগ ওয়ানে প্রথম হোঁচট খেলো শিরোপাধারী প্যারিস সেইন্ট জার্মেই। গত টানা তিনবারের চ্যাম্পিয়নরা শুক্রবার বোর্দোর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে ২-২ গোলের ড্রতে। নিজেদের পার্ক ডি প্রিন্সেস মাঠে ম্যাচে দুইবার এগিয়ে যায় প্যারিস জায়ান্টরাই। তবে শেষ পর্যন্ত জার্মান গোলরক্ষক কেভিন ট্রাপের ভুলের মাসুল দিতে হয় পিএসজিকে। ম্যাচের ২৭ মিনিটে পিএসজিকে এগিয়ে নেন উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি। কিন্তু ৪ মিনিট পর গোল শোধ দেয় বোর্দো। ৩৪ মিনিটি দূরপাল্লার ফ্রি কিকে দারুণ গোলে পিএসিকে ফের এগিয়ে নেন কাভানি। তবে ৭৯ মিনিটে ব্যাকপাসের ভুলে ফের গোল হজম করে পিএসজি। ম্যাচের শেষ মিনিট লালকার্ডের কারণে ১০ জনের দলে পরিণত হয় বোর্দো। এবারের ফরাসি লীগ ওয়ানে টানা চার ম্যাচে জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে প্যারিস জায়ান্টরাই। পাঁচ ম্যাচে পিএসজির সংগ্রহ ১৩ পয়েন্ট। ইউরো ২০১৪‘র বাছাইপর্বের ম্যাচে চোট নিয়ে এদিন পিএসজি দলের বাইরে থাকেন সুইডেনের তারকা স্ট্রাইকার জালাতান ইবরাহিমোভিচ।