ইতিহাসের সামনে ইংল্যান্ড
প্রকাশিত হয়েছে : ১১:০১:৩৩,অপরাহ্ন ১২ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৯১ বার পঠিত
স্পোর্টস ডেস্ক
ইতিহাসের সামনে ইংল্যান্ড। ওয়ানডে ইতিহাসে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দু’টিতে হেরেও শেষ পর্যন্ত সিরিজ জয়ের ঘটনা আছে মাত্র তিনটি। ২০০৪-০৫ এ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ, ২০০৩-০৪ এ পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ও ২০০৫ সালে ভারতের বিপক্ষে পাকিস্তান এই ঘটনার জন্ম দেয়। কিন্তু এবার তাদের কাতারে শামিলের পথে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দু’টি হেরেছিল স্বাগতিক ইংল্যান্ড। কিন্তু পরের দু’টি দারুণভাবে জিতে সিরিজে সমতা (২-২) ফিরিয়েছে তারা। ওল্ড ট্রাফোর্ডে সিরিজের তৃতীয় ম্যাচ স্বাগতিকরা জিতেছিল ৯৩ রানে। আর শুক্রবার চতুর্থ ওয়ানডেতে তারা জিতলো ৩ উইকেটে। এতে রোববার ওল্ড ট্রাফোর্ডে পঞ্চম ও শেষ ওয়ানডে সিরিজ নির্ধারনী। ইংল্যান্ড সেটিতে জিতলে বাংলাদেশ, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার কাতারে শামিল হতে পারবে। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডেতে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেও ইংল্যান্ড সমতা ফেরাতে পেরেছে মাত্র একবার। ২০০২ সালে ২-২ ব্যববধানে সমতা ফেরালেও শেষ ম্যাচটি হেরে সিরিজ খোয়ায় ইংল্যান্ড। শুক্রবার হেডিংলিতে টস জিতে আগে ব্যাটে গিয়ে ৭ উইকেটে ২৯৯ রান সংগ্রহ করে সফরকারী অস্ট্রেলিয়া। জবাবে ১০ বল হাতে রেখে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় স্বাগতিকরা। ২ ছক্কা ও ৮ চারে ৯২ বলে সর্বোচ্চ ৯২ রান করেন অধিনায়ক ইয়ন মরগ্যান। এছাড়া জেসন রয় ৩৬, জেমস টেইলর ৪১, বেন স্টোকস ৪১ ও জনি বেয়ারস্ট করেন ৩১ রান।