মক্কায় নিহতদের ২৫ জন বাংলাদেশী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অস্বীকার
প্রকাশিত হয়েছে : ৯:২৯:৪৫,অপরাহ্ন ১৩ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩৩৭ বার পঠিত
মধ্যপ্রাচ্য ভিত্তিক দৈনিক আল-আরাবিয়ার এক রিপোর্টে দাবি করা হয়েছে, মক্কায় মসজিদুল হারামের নির্মানাধীন অংশে ক্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে ২৫ জন বাংলাদেশী রয়েছেন। ওই দুর্ঘটনায় মোট ১০৭ জন নিহত হয়। হতাহতের ব্যাপারে প্রাথমিক রিপোর্ট যাচাইয়ের পর আল-আরাবিয়া বলছে, নিহতদের মধ্যে ২৫ বাংলাদেশী, ১৫ পাকিস্তানি, ২৩ মিশরীয়, ১০ ভারতীয়, ২৫ ইরানি, ৬ মালয়েশীয়, এক আলজেরীয় ও এক আফগান নাগরিক রয়েছেন। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর অস্বীকার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি কনসুলার লুৎফুর রহমান বলেন, আমাদের কাছে এই ধরনের কোন তথ্য নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় একজন বাংলাদেশী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। তার নাম মোহাম্মদ আবুল কাশেম। বাড়ি চট্টগ্রামের কর্ণফুলিতে।