ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ
প্রকাশিত হয়েছে : ৯:৫১:৫৯,অপরাহ্ন ১৩ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩৫১ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মালবাহী একটি ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলযোগাযোগ বন্ধ রয়েছে। মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। রোববার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার তালশহর রেলস্টেশনের আউটারে ট্রেনটি পৌছলে এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের মাস্টার এস এম মইদুর রহমান জানান, দুর্ঘটনার কারণে নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আউটারে আটকা পড়েছে। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।