সিরিয়ায় মানবিক ত্রাণবাহী রাশিয়ার দুটি কার্গো বিমান
প্রকাশিত হয়েছে : ১০:০৫:২৪,অপরাহ্ন ১৩ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩২১ বার পঠিত
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, রাশিয়ার দুটি কার্গো বিমান ৮০ টন ত্রাণ-সামগ্রী নিয়ে সিরিয়ায় অবতরণ করেছে। সিরীয় সরকারকে আরও বেশি সামরিক সহায়তা দেবে রাশিয়া, এমন গুঞ্জনের মধ্যেই সিরিয়ায় মানবিক সহায়তা পাঠানোর এ খবর এলো। সিরিয়ার উপকূলীয় লাটাকিয়া শহরের কাছে একটি বিমান ঘাঁটিতে বিমান দুটি অবতরণ করে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত লাটাকিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকভ জানিয়েছেন, গতকাল লাটাকিয়ার বিমানবন্দরে কার্গো বিমান দুটি শরণার্থীদের জন্য তাঁবু-নির্মিত একটি শিবির স্থাপনের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে অবতরণ করেছে। তিনি বলেন, এর মধ্যে রয়েছে বিছানা, ম্যাট্রেস, স্টোভ, পানি রাখার বড় পাত্র এবং খাদ্য।
সিরিয়ায় ৪ বছর ধরে চলছে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। প্রেসিডেন্ট আসাদের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ক্রেমলিনের সমর্থন ছাড়া এতোদিনে আসাদ সরকারের পতন ঘটতো। এদিকে এ সপ্তাহের প্রথমদিকে সিরিয়ায় রাশিয়ার সামরিক তৎপরতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র ও ন্যাটো। তবে ক্রেমলিন সামরিক তৎপরতার তথ্য অস্বীকার করেছে। তবে গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, অনুরোধের প্রেক্ষিতে রাশিয়া সিরিয়ায় আরও মানবিক সহায়তা পাঠাবে। এদিকে রাশিয়া যেখানে সিরীয় সরকারকে রক্ষায় সমর্থন যোগাচ্ছে, সেখানে যুক্তরাষ্ট্র চায় বাশার আল আসাদ সরকারের পতন। ২০১১ সালে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত দেশটিতে কমপক্ষে ২ লাখ ৪০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। বেশ কয়েক লাখ মানুষ আহত হয়েছেন এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।