সিরিজ অস্ট্রেলিয়ার
প্রকাশিত হয়েছে : ১০:৩৫:১৩,অপরাহ্ন ১৩ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৯৪ বার পঠিত
ইতিহাস গড়া হলো না ইংল্যান্ডের । টানা দুই ম্যাচে সাফল্য নিয়ে সিরিজ জয়ের সম্ভাবনা জাগানো ইংল্যান্ড শেষ ওয়ানডেতে হার দেখলো বাজেভাবে। আগে ব্যাটিংয়ে ১৩৮ রানে গুটিয়ে শেষে তারা দেখলো ৮ উইকেটের বড় হার। এতে পাঁচ ম্যাচ সিরিজ ৩-২এ জিতে নিলো সফরকারী অস্ট্রেলিয়া। রোববার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড ১৩৮ রানে অলআউট হয়ে যায়। টস জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ড ২৫ ওভার শেষে সংগ্রহ করে ১১২ রান। শেষ পর্যন্ত আদিল রশিদের লড়াকু হার না মানা ৩৫ রানের সুবাদে ৩৩ ওভারে ১৩৬ পর্যন্ত পৌঁছে তারা। নবম উইকেটে রশিদ ও টপলি ৩২ রান যোগ করেন। সিরিজ নির্ধারণী ম্যাচে মিচেল মার্শ ও জন হ্যাস্টিংসের বলে তছনছ ইংলিশ ব্যাটিং লাইন। এর মধ্যে দলীয় ২২ রানের মাথায় অধিনায়ক ইয়ন মরগান মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন। মিচেল স্টার্কের বল তার মাথায় আঘাত হানলে ক্রিজ ছাড়তে বাধ্য হন মরগান। দলের রান তখন ২২/৩। সপ্তম ওভারে এই বাঁ হাতি মাঠ ছাড়লে পরের ব্যাটসম্যানরা আর দাঁড়াতে পারেন নি। দ্রুত মাঠের বাইরে মরগানের পরীক্ষা নিরীক্ষা চলছে। বাকি খেলায় নামতে পারবেন কিনা তা নিশ্চিত নয়। ওয়ানডে সিরিজের প্রথম দুই খেলায় হারের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরের দুই খেলায় জিতে সমতা ফেরায় ইংল্যান্ড। আর এই সমতা ফেরানোর পেছনে মূল অবদানই ছিল মরগানের।