মেসি-নেইমারের নৈপুণ্যে আতলেতিকোকে হারালো বার্সেলোনা
প্রকাশিত হয়েছে : ১০:৪১:৫৪,অপরাহ্ন ১৩ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩১৪ বার পঠিত
স্প্যানিশ লা লিগার শিরোপা ধরে রাখার অভিযানে বার্সেলোনার শুরুটা হয়েছে দারুণ। টানা তৃতীয় জয় তুলে নিতে এবার লিওনেল মেসি ও নেইমারের নৈপুণ্যে আতলেতিকো মাদ্রিদকে হারিয়েছে তারা। শনিবার ভিসেন্তে কালদেরনে স্বাগতিকদের বিপক্ষে বার্সেলোনার ২-১ গোলে জয়ে একটি করে গোল করেন নেইমার ও মেসি। এর আগে আতলেতিকোকে এগিয়ে নেওয়া গোলটি করেন ফের্নান্দো তোরেস। শুরুর একাদশে দলের সেরা খেলোয়াড় মেসি না থাকলেও আতলেতিকোর বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলে বার্সেলোনা। পঞ্চদশ মিনিটে প্রথম সুযোগটি তৈরি করে তারাই। আন্দ্রেস ইনিয়েস্তার কাছ থেকে বিপজ্জনক জায়গায় বল পেয়েও স্বাগতিক গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি ইভান রাকিতিচ। ২৫তম মিনিটে আবার সুযোগ তৈরি করে বার্সেলোনা। রাকিতিচের কর্নারে হাভিয়ের মাসচেরানোর ফ্লিকে বল পান লুইস সুয়ারেস। কিন্তু তার শট বারে লেগে ব্যর্থ হয়ে যায়। ৩৪তম মিনিটে নেইমারকে দারুণ একটি সুযোগ তৈরি করে দেন উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেস। কিন্তু ব্রাজিলের ফরোয়ার্ড আতলেতিকোর ডিফেন্ডারদের ফাঁকি দিতে না পারায় সেই সুযোগটি হাতছাড়া হয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই আতলেতিকোকে এগিয়ে নেন মিলান থেকে ধারে খেলতে আসা তোরেস। ৫২তম মিনিটে তিয়াগোর দারুণ এক পাস থেকে গোল করেন এই স্প্যানিশ স্ট্রাইকার। সমতা ফেরাতে বেশিক্ষণ সময় নেয়নি বার্সেলোনা। ৫৫তম মিনিটে ফ্রি কিক থেকে আতলেতিকোর জালে বল পাঠিয়ে স্বাগতিক ভক্তদের স্তব্ধ করে দেন নেইমার। ৭৭তম মিনিটে আর হতাশ হতে হয়নি বার্সেলোনাকে। সুয়ারেসের পাস থেকে আতলেতিকোর জালে বল পাঠিয়ে দলকে প্রথমবারের মতো এগিয়ে নেন মেসি। তার উদযাপনই বুঝিয়ে দিচ্ছিল দ্বিতীয় ছেলে বেনজামিনকে উৎসর্গ করেছেন এই গোল।
ম্যাচের যোগ করা সময়ে সমতা আনার সুযোগ পায় আতলেতিকো। কিন্তু প্রতিপক্ষের জালে আর বল পাঠানো হয়নি তাদের। তাই এক পঞ্জিকাবর্ষে নিজেদের মাঠে বার্সেলোনার কাছে তৃতীয় হার এড়াতে পারেনি তারা।