মহসিন আলীর মরদেহ আসছে কাল
প্রকাশিত হয়েছে : ৭:২৬:৫৭,অপরাহ্ন ১৪ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩২৪ বার পঠিত
সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহ আগামীকাল মঙ্গলবার দেশে আনা হবে বলে জানিয়েছেন তার ছোট ভাই সৈয়দ মোস্তাক আলী। তিনি জানান, সিঙ্গাপুরের আনুষ্ঠানিকতা শেষ হতে কিছুটা সময় লাগছে। আগামীকাল বাংলাদেশ বিমান বা সিঙ্গাপুর এরালাইন্সের নিয়মিত ফ্লাইটে মন্ত্রীর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। সিঙ্গাপুরস্থ বাংলাদেশ মিশন সূত্রেও একই রকম তথ্য পাওয়া গেছে। জানা গেছে, মন্ত্রীর জানাজা এবং দাফনের বিষয়ে সরকারের নীতিনির্ধারনী পর্যায়েও আলোচনা চলছে। সর্বশেষ পাওয়া তথ্য মতে বুধবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মহসিন আলীর প্রথম জানাজা হতে পারে। পরে মন্ত্রীর মরদেহ মৌলভীবাজারে নেয়া হবে। সেখানে বৃহস্পতিবার সকাল ১১ টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় নামাজে জানাজা শেষে স্থানীয় শাহ মোস্তফা (রহ.) মাজারের পাশের কবরস্থানে তাকে দাফন করা হবে।