মদিনায় মারা গেছেন ৬৯ হজযাত্রী
প্রকাশিত হয়েছে : ৮:১৪:০৯,অপরাহ্ন ১৪ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩১৮ বার পঠিত
পবিত্র হজ মওসুমে জটিল রোগ ও বয়সের কারণে এ বছর মদিনায় মারা গেছেন ৬৯ হজযাত্রী। তারা বিভিন্ন দেশের নাগরিক। এসব হজযাত্রীর মৃতদেহ দাফন করা হয়েছে মসজিদে নববীর পাশে আল বাকি’তে। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গেজেট। এতে বলা হয়েছে প্রাইভেট করপোরেশন অব গার্ডসের চেয়ারম্যান আদি ওমর হাবাশ এসব তথ্য দিয়েছেন। তিনি বলেছেন মৃত হজযাত্রীরা ১৭টি দেশের নাগরিক। এর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, ভারত, ইরান, সিঙ্গাপুর, আফগানিস্তান, তিউনিশিয়া, বৃটেন, তুরস্ক, থাইল্যান্ড, পাকিস্তান সহ আরও কিছু দেশ। তিনি আরও বলেছেন, যারা মারা গিয়েছেন তাদের সবাই বয়োবৃদ্ধ এবং তারা বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তাদের মৃত্যু সনদ দেয়া হয়েছে। দাফন করার অনুমতি দেয়া হয়েছে। এসব অনুমোদন তাদের পাসপোর্টের সঙ্গে যুক্ত করা হয়েছে। এতে আরও বলা হয়, আরও ৮৮ হজযাত্রী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।