শপথ নিলেন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল
প্রকাশিত হয়েছে : ৯:৩৬:১৯,অপরাহ্ন ১৫ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩১৮ বার পঠিত
অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিয়েছেন ম্যালকম টার্নবুল। ক্যানবেরায় গভর্নমেন্ট হাউসে শপথ নেন তিনি। গভর্নর জেনারেল স্যার পিটার কসগ্রোভ শপথবাক্য পাঠ করান দেশটির ২৯তম প্রধানমন্ত্রীকে। ২০১৩ সাল থেকে প্রধানমন্ত্রীত্বে চতুর্থবারের মতো পরিবর্তন এলো। এ খবর দিয়েছে অস্ট্রেলিয়াভিত্তিক অনলাইন নাইন নিউজ ও অনলাইন বিবিসি। ক্ষমতাসীন জোটের প্রধান রাজনৈতিক দল লিবারেল পার্টির নেতৃত্বের পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়ে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রেসিডেন্ট টনি অ্যাবট। যোগাযোগ মন্ত্রী ম্যালকম টার্নবুল ভোটের লড়াইয়ে জয়ী হন এবং দলটির নতুন নেতা নির্বাচিত হন। নেতৃত্বের চ্যালেঞ্জে অ্যাবট পেয়েছিলেন ৪৪ ভোট। অন্যদিকে, টার্নবুলের পক্ষে পড়েছিল ৫৪টি ভোট। এদিকে আজ অ্যাবট ক্ষমতা ছাড়ার সময়টা কঠিন বলে মন্তব্য করলেও, ক্ষমতার পালাবদলের প্রক্রিয়াকে যথাসম্ভব সহজ করার প্রতিশ্রুতি দেন। নতুন প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ায় পতনের মুখে থাকা অর্থনীতির স্থিতিশীলতা ফেরানো ও উন্নয়নের ব্যাপারে প্রতিশ্রুতি এবং আশাবাদ ব্যক্ত করেন।