সিরিয়ায় অস্ট্রেলীয় যুদ্ধবিমানের প্রথম অভিযান
প্রকাশিত হয়েছে : ৯:৩২:৩৯,অপরাহ্ন ১৬ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৭৭ বার পঠিত
সিরিয়ায় বিশ্বের শীর্ষ কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে প্রথমবারের মতো বিমান অভিযান চালিয়েছে অস্ট্রেলিয়া। জঙ্গিদের ব্যবহৃত একটি সাঁজোয়া যানও ২ দিন আগে ধ্বংস করে দিয়েছে অস্ট্রেলিয়ার একটি যুদ্ধবিমান। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী কেভিন অ্যান্ড্রুজ আজ এক ঘোষণায় এ তথ্য দিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। খবরের সত্যতা নিশ্চিত করে মন্ত্রী বলেছেন, অস্ট্রেলিয়ান এয়ার টাস্ক গ্রুপ আজ সকালে সিরিয়ার পূর্বাঞ্চলে তার প্রথম সফল অভিযান পরিচালনা করেছে। তিনি বলেছেন, পুরো অভিযানে শত্রুপক্ষের গুলিতে কোন ঝুঁকিতে পড়তে হয়নি অস্ট্রেলিয়ার যুদ্ধবিমানগুলোকে। নিরাপদ দূরত্ব ও উচ্চতা থেকেই এ অভিযান চালানো হয়েছে। সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান অভিযানে অংশ নেয়া বাকি দেশগুলো হলো: যুক্তরাষ্ট্র, কানাডা, সৌদি আরব, বাহরাইন, জর্ডান, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত।