ধর্ষণে অভিযুক্ত শান্তিরক্ষীকে সুরক্ষা দেবেন না- জাতিসংঘ
প্রকাশিত হয়েছে : ৭:৩৫:৪২,অপরাহ্ন ১৮ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৭৯ বার পঠিত
সব শান্তিরক্ষীর বিরুদ্ধে ধর্ষণ বা যৌন অপরাধ আছে তাদেরকে সুরক্ষা না দিতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। তিনি বলেছেন, শান্তিরক্ষীদের বিরুদ্ধে ধর্ষণের ধারাবাহিক অভিযোগ বিব্রতকর। এসব ঘটনায় শিশুদের জড়িয়ে ফেলা হচ্ছে। তাই শান্তিরক্ষীদের যৌন নির্যাতনের বিষয়টি অগ্রাধিকারে রয়েছে। জাতিসংঘের কর্মকর্তারা স্বীকার করেছেন, সংস্থাটি এ ইস্যুতে যথেষ্ট মনোযোগ দিতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে সংশ্লিষ্ট শান্তিরক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলে বা তাদের নাম প্রকাশ করলে কিছু দেশ এ মিশনে তার সদস্যদের প্রত্যাহার করে নেয়ার হুমকি দিয়েছে। এজন্য জাতিসংঘ কিছু করতে পারছে না। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের গলায়ও একই সুর। তিনি বলেছেন, এক্ষেত্রে জাতিসংঘেরও সীমাবদ্ধতা রয়েছে। কারণ, যেসব দেশের শান্তিরক্ষী যৌন নির্যাতনের দায়ে দায়ী তাদেরকে সরাসরি তার দেশে ফেরত পাঠানো ছাড়া আর কোন কর্তৃত্ব দিতে অস্বীকৃতি জানিয়েছে সংশ্লিষ্ট সরকারগুলো। তাই তিনি সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বৃহত্তর প্রাতিষ্ঠানিক দায়িত্বশীলতা দিয়ে অনুসন্ধান করে অভিযুক্ত সেনা সদস্যের বিচার করতে।