৬৫ রানে জয় বাংলাদেশ ‘এ’ দলের
প্রকাশিত হয়েছে : ৮:৩১:০৮,অপরাহ্ন ১৮ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩১৮ বার পঠিত
বড় জয় নিয়ে সিরিজে সমতায় ফিরলো বাংলাদেশ ‘এ’ দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত ‘এ’ দলের বিপক্ষে মুমিনুলবাহিনী জয় কুড়ালে ৬৫ রানে। বল হাতেও বাংলাদেশ ‘এ’ দলের এদিনের নায়ক নাসির হোসেন। ১০ ওভারে স্পেলে ৩৫ রানে পাঁচ উইকেট শিকার নাসিরের। পেস তারকা রুবেল হোসেন নিয়েছেন চার উইকেট। বাংলাদেশ ‘এ’ দলের ছুড়ে দেয়া ২৫৩ রানের টর্গেটে স্বাচ্ছন্দই ছিল ভারত ‘এ’ দল। এক উইকেটে তারা ১১৯ রান তুলে ফেলে। কিন্তু এরপর ৩০ রানের মধ্যে তারা ৫ উইকেট হারিয়ে ফেলে। ৩৫ ওভার শেষে ভারত ‘এ’ দলের সংগ্রহ ৬ উইকেটে ১৫১ রান। জয়ের জন্য ১৫ ওভারে ৪ উইকেটে প্রয়োজন ১০২ রান। ভারত ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন উন্মুক্ত চাঁদ। আর ৩৬ রান করেন মনিশ পান্ডে। বাংলাদেশের হয়ে নাসির হোসেন ও রুবেল হোসেন তিনটি করে উইকেট নিয়েছেন। এর আগে নাসির হোসেনের দুর্দান্ত সেঞ্চুরিতে ভারত ‘এ’ দলের সামনে ২৫৩ রানের টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশ ‘এ’ দল। ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচ ৯৬ রানে হারে সফরকারী বাংলাদেশ ‘এ’ দল। ওই ম্যাচে নাসির হোসেন ৫২ রানের দারুণ ইনিংসে খেলেন। আর আজ দ্বিতীয় একদিনের ম্যাচে টস হেরে আগে ব্যাটে গিয়ে ৮২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে। কিন্তু ষষ্ঠ উইকেটে নাসির ও লিটন কুমার ৭০ রানের জুটি গড়ে দলকে উদ্ধারের চেষ্টা করেন। লিটন ৪৫ রানে আউট হওয়ার পরও নাসির একাই লড়ে যান। শেষ পর্যন্ত বাংলাদেশ ‘এ’ দল সংগ্রহ করে ৮ উইকটে ২৫২ রান। সাত নম্বরে ব্যাটে নেমে ১ ছক্কা ও ১২ চারে ৯৬ বলে ১০২ রানে অপরাজিত থাকেন নাসির হোসেন। এর আগে ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এর আগে সৌম্য সরকার ২৪ ও এনামুল হক ৩৪ রান করেন।