বরখাস্ত হলেন ফিফার প্রধান নির্বাহী
প্রকাশিত হয়েছে : ৮:৪৯:২৮,অপরাহ্ন ১৮ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩২৮ বার পঠিত
দুর্নীতির অভিযোগে এবার বরখাস্ত করা হলো ফিফার প্রধান নির্বাহি জেরোমে ভলকে। গতকাল ফিফা এক বিবৃতির মাধ্যমে তার বরখাস্তের কথা জানিয়েছে। দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপ আয়োজক করার বিনিময়ে ১০ মিলিয়ন পাউন্ড গ্রহণ করেছিলেন বলে তার বিরুদ্ধে পুরোনো অভিযোগ। এবার তাকে বরখাস্ত করা হলো ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে টিকিট বিক্রিতে দুর্নীতি করার অভিযোগে। ফিফার প্রেসিডেন্ট সেপ ব্লাটারের ডান হাত মনে করা হয় ফরাসি এ ভদ্রলোক। ২০০৭ সাল থেকে তিনি এই দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু এবার সম্ভবত এই পদে তার টিকে থাকা দায় হয়ে দাঁড়াবে। ২০১৪-ব্রাজিল বিশ্বকাপে টিকিট বিক্রি করার স্বত্ত্ব দেয়া হয়েছিল মার্কিন-ইসরাইলের কোম্পানি ‘জেবি মার্কেটিং’-এর। আর ওই কোম্পানিটির পরামর্শক বেনি অ্যালন এবার ভলকের দুর্নীতি ফাঁস করে দিয়েছে। তিনি জানিয়েছে টিকিট বিক্রির ৫০ শতাংশ অর্থ ভলকেকে দেয়ার বিনিময়ে তিনি এই কোম্পানিটিকে টিকিট বিক্রি স্বত্ত্ব দেন। আর এ খবর প্রকাশ করেছে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘এস্তাদাও’। এ খবর প্রকাশ হওয়ার পরই তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন ভলকে। ৫৪ বছল বয়সী এ ফরাসি বলেন, ‘কোনো ধরণের অর্থ গ্রহণের ব্যাপারে মিস্টার অ্যালনের সঙ্গে কখনও আমার কথা হয়নি।’ তবে ফিফা তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘ফিফা তার প্রধান নির্বাহিকে বরখাস্ত করলো। পরবর্তী কোনো বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত তিনি ফিফা কোনো কর্মকাণ্ডে জড়াতে পারবেন না।’