‘ফাইটার নাসিরে’ ভূপাতিত ভারতীয়রা
প্রকাশিত হয়েছে : ৯:১৭:২৯,অপরাহ্ন ১৯ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৮৪ বার পঠিত
শুরুতে ভারতীয়দের ব্যাট হাতে করলেন ঘায়েল । পরে ক্যারিয়ার সেরা বোলিংয়ে নাসির হোসেন স্বাগতিকদের করলেন তছনছ । ভক্তদের কাছে তার আদুরে নাম ‘ফাইটার নাসির‘। আর গতকাল নাসির দেখালেন তার এমন খেতাবের কার্যকারণ। ম্যাচের দুই ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্কট মুহূর্তে ব্যাট ও বল হাতে দেখালেন সেঞ্চুরি ও পাঁচ উইকেটের ‘ডবল’ কৃতিত্ব। সঙ্গে আরও একবার ক্রিজে বল হাতে ঝড় তুললেন রুবেল হোসেন। ভারত ‘এ‘ দলের বিপক্ষে দাপুটে জয়ে সিরিজে সমতায় ফিরলো বাংলাদেশ ‘এ’ দল। গতকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দলের ধ্বংসস্তুপে দাঁড়িয়ে নাসির হোসেন ব্যাট হাতে হাঁকান হার না মানা সেঞ্চুরি। এতে ভারত ‘এ’ দলকে ২৫৩ রানের টার্গেট দেয় মুমিনুলরা। জবাবে ৪২.২ ওভারে ১৮৭ রানে গুড়িয়ে যায় ভারত ‘এ’ দলের ইনিংস। ১০ ওভারের স্পেলে ৩৫ রানে পাঁচ উইকেট নেন নাসির হোসেন। বল হাতে ‘নাসির ভেলকির‘ আগে ইনিংসের অর্ধেকটা পর্যন্ত ম্যাচে ফেভারিট দেখাচ্ছিল স্বাগতিকদেরই। পুরো ক্যারিয়ারে বল হাতে নাসির হোসেনের এটি প্রথম পাঁচ উইকেট শিকার। এর আগে ১১১ ম্যাচের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে নাসির একবারই পান ইনিংসে চার উইকেটের স্বাদ। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্যারিয়ারে নাসিরের ইনিংস সেরা শিকার তিন উইকেট। এবারে ভারত সফরের আগে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়ন্টিতে শেষ আট ইনিংসে নাসিরের সর্বোচ্চ সংগ্রহটা ছিল ৩২ রানের। তবে ভারত সফরে স্বরূপে দেখা যাচ্ছে ব্যাটসম্যান নাসিরকে। প্রথম ওয়ানডেতে লড়াকু ব্যাটিংয়ে ৫২ রান করেন দলে এ সাত ন্মবর ব্যাটসম্যান। আর দ্বিতীয় ওয়ানডেতে করলেন অপরাজিত ১০২ রান। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটি নাসিরের তৃতীয় সেঞ্চুরি। নাসির হোসেনের একটি করে সেঞ্চুরি রয়েছে টেস্ট ও ওয়ানডেতেও। গতকাল বল হতে ক্রিজে ঝড় তোলেন পেস তারকা রুবেল হোসেনও। ৯ ওভারের স্পেলে ৩৩ রানে চার উইকেট নেন রুবেল। এমনিতে ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী মাঠে বিগ স্কোরিং ম্যাচ দেখা যায় নিয়মিতই। গতকাল ২৫৩ রানের টার্গেটে শুরুতে স্বাচ্ছন্দ ব্যাটিংই দেখাচ্ছিল ভারত ‘এ’ দল। ২৭.২ ওভার শেষে ভারত এ দলের সংগ্রহ পৌঁছে ১১৯/১-এ। কিন্তু দিনটি যে ছিল নাসির হোসেনের। টানা তিন উইকেট তুলে নিয়ে স্বাগতিক ব্যাটিংয়ের কোমর ভেঙে দেন নাসির। একে একে সাজঘরের পথ ধরেন ভারত ‘এ‘ দল ওপেনার উন্মুক্ত চাঁদ, ওয়ানডাউন ব্যাটসম্যান মনীশ পাণ্ডে ও চার নম্বর ব্যাটসম্যান সুরেশ রায়না। এতে ৩৩.৩ ওভার শেষে ভারত এ দলের সংগ্রহ দাঁড়ায় ১৪৫/৪-এ। এবার তাণ্ডব চালায় বাংলাদেশ ‘এ’ দলের পেস ব্যাটারি। পরের ১২ রানে চার উইকেট তুলে নেন বাংলাদেশ তারকারা। পেস তারকা রুবেল হোসেন দুই ও আল আমিন হোসেন-নাসির হোসেন নেন এর একটি করে উইকেট। ততক্ষণে স্বাগতিকদের আশা শেষ। নাসিরের স্পিন বিষে কাটা পড়ে সিরিজের প্রথম ওয়ানডের সফল ব্যাটসম্যান ঋষি ধাওয়ান ও রাশ কালারিয়ার উইকেট। সিরিজের প্রথম ওয়ানডেতে ভারত ‘এ’ ইনিংসের শেষের দিকে ৩৪ বলে ৫৬ রান করেন ঋষি ধাওয়ান। গতকাল সাজঘরে ফেরেন ‘০’ রানে। ভারত ‘এ’ দলের ইনিংসের শেষ ৬৮ রানে টপাটপ আট উইকেট তুলে নেন বাংলাদেশ ‘এ’ দল তারকারা। প্রথম ওয়ানডেতে টস জিতে স্বাগতিকদের আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ ‘এ‘ দল অধিনায়ক মুমিনুল হক। দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিংয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল। আর ব্যাটিংয়র শুরুটা ছিল ভক্তদের কাছে ভয়ঙ্কর। স্কোর বোর্ডে কোন রান ওঠার আগে ওপেনার রনি তালুকদার উইকেট খোয়ান দিনের একবারে প্রথম ওভারে। দ্বিতীয় উইকেটে সৌম্য সরকার-এনামুল হক বিজয়ের ৬০ রানের জুটিতে ভক্তরা তখন কিছুটা আশ্বস্ত । কিন্তু ফের দেখা দিল পুরনো রোগ। পরের ২২ রানে চার উইকেট খুইয়ে বসে বাংলাদেশ ‘এ‘ দল। আর দলীয় ৮২/৫ সংগ্রহ নিয়ে আরও একবার ক্রিজে পরীক্ষায় উইকেট-রক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস ও অলরাউন্ডার নাসির হোসেন। ষষ্ঠ উইকেটে এ দুই ব্যাটসম্যানের ৭০ রানের জুটিতে ফের ভরসা পায় বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। ব্যক্তিগত ৪৫ রানে লিটন সাজঘরে ফিরলেও অন্যপ্রান্তে নাসির ৯৬ বলে অপরজিত ১০২ রান করেন নাসির। এতে নাসির হাঁকান এক ডজন চার ও একটি ছক্কা। প্রথম ওয়ানডেতেও দলীয় ১০০ রানের আগেই পাঁচ উইকেট খোয়ায় বাংলাদেশ ‘এ’ দল। পরে ষষ্ঠ উইকেটে ১২০ রানের জুটি গড়েন লিটন-নাসির। সফরকারী বাংলাদেশ ‘এ’ দল ওই ম্যাচ হারে ৯৬ রানে হারে ।
সংক্ষিপ্ত স্কোর
টস: ভারত ‘এ’ ফিল্ডিং
বাংলাদেশ ‘এ’ দল: ৫০ ওভার; ২৫২/৮ (রনি ০, সৌম্য ২৪, বিজয় ৩৪, মুমিনুল ৩, লিটন ৪৫, সাব্বির ১, নাসির ১০২*, আরাফাত ১৭, শফিউল ৪, রুবেল ৯, ঋষি ৩/৪৪)।
ভারত ‘এ’ দল: ৪২.২ ওভার; ১৮৭ (উন্মুক্ত ৫৬, নাসির ৫/৩৫, রুবেল ৪/৩৩, আল আমিন ১/৩৫)।
ফল : বাংলদেশ ‘এ’ দল ৬৫ রানে জয়ী
ম্যাচ সেরা: নাসির হোসেন
তৃতীয় ওয়ানডে: আগামীকাল সকাল ৯:৩০