চামড়ার মূল্য নির্ধারণ ২৩শে সেপ্টেম্বর
প্রকাশিত হয়েছে : ৭:০১:০২,অপরাহ্ন ২০ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩৩২ বার পঠিত
এবার ঈদে কোরবানির পশুর কাঁচা চামড়ার উপযুক্ত মূল্য নির্ধারণ ২৩শে সেপ্টেম্বর করা হবে। এ তথ্য জানিয়েছেন বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন। রোববার বাণিজ্য মন্ত্রনালয়ে চামড়া শিল্পে জড়িত ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য সচিবের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। জনগণ যাতে চামড়ার ন্যায্য মূল্য হতে বঞ্চিত না হয়, সেজন্য বাণিজ্য মন্ত্রনালয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, কোরবানির চামড়া নিয়ে যাতে কোন ধরনের সদস্যার সৃষ্টি না বা সিন্ডিকেট না হয়, সে বিষয়ে সরকার সব পদক্ষেপ গ্রহণ করেছে। চামড়া ক্রয়-বিক্রয় করতে যাতে কোন বিক্রেতা প্রতারিত না হয় বা কোন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত না হন, সে কারণেই কাঁচা চামড়ার মূল্য নির্ধারনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে কাঁচা ও প্রক্রিয়াজাত চামড়ার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে চামড়ার মূল্য নির্ধারণ করা হবে। চামড়া ব্যবসায়ীরা ২৩শে সেপ্টেম্বর সাংবাদ সম্মেলন করে এ মূল্য ঘোষণা করবেন এবং তা বাণিজ্য মন্ত্রনালয়কে অবহিত করবেন। সভায় আরও বলা হয়, এখন গরমের দিন, কাঁচা চামড়া লবন বিহীন বেশি সময় রাখা যায় না। তাই ৫-৬ ঘন্টার মধ্যে চামড়ায় লবন দিতে হবে। ১০-১২ ঘন্টা চামড়ায় লবন না দিলে নষ্ট হয়ে যায়। এ বিষয়ে ক্রেতা ও বিক্রেতাগণকে সচেতন থাকতে হবে। দেশে লবনের পর্যাপ্ত মজুত রয়েছে, লবন সংকটের কোন সম্ভাবনা নেই। এ বিষয়ে চামড়া ব্যবসাীদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।