ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কি.মি. যানজট
প্রকাশিত হয়েছে : ৭:৩৯:৩২,অপরাহ্ন ২০ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩০১ বার পঠিত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলা থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট তৈরি হয়েছে। আজ ভোর রাত থেকেই এই যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা। পুলিশ জানিয়েছে, গরুবোঝাই ট্রাকের চাপ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে যানজট বাড়ছে। এছাড়া কোরবানি ঈদকে সামনে রেখে সড়কে ঘরমুখো মানুষেরও চাপ রয়েছে। যানবাহনগুলো ধীরে ধীরে সামনে এগুচ্ছে। যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ। এদিকে গতকালও গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এবং এর আশপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছিল।