বৃষ্টি আইনে হার মুমিনুলদের
প্রকাশিত হয়েছে : ৯:০১:৩৯,অপরাহ্ন ২০ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৮৫ বার পঠিত
বৃষ্টি আইনে ৭৫ রানে হার দেখলো বাংলাদেশ ‘এ’ দল। এতে তিনি ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১এ জিতে নিল স্বাগতিক ভারতীয়রা। বাংলাদেশ ‘এ’ দল ইনিংেসের ৩২ ওভার শেষে বৃষ্টিতে ফের বন্ধ হয়ে যায় খেলা। এসময় বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ছিল ১৪১/৬। খেলা শুরু করা যায়নি আর। সিরিজের শেষ ম্যাচেও লেজেগোবরে ব্যাটিং দেখালেন বাংলাদেশ ‘এ’ দলের টপঅর্ডার ও মিডলঅর্ডার তারকারা। এতে আরও একবার দ্রুতই পরীক্ষায় নামতে হয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস ও অলরাউন্ডার নাসির হোসেনকে। তবে এবার আর বেশি দূর যেতে পারলেন না তারা। লিটন ২১ ও নাসির ব্যক্তিগত ২২ রানে উইকেট দিয়ে সাজঘরে ফিরে গেলেন। ৩১ ওভার শেষে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ১৩৯/৬। ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮৭ ও দ্বিতীয় ম্যাচে ৮২ রানে বাংলাদেশ ‘এ’ দল হারায় ৫ উইকেট। আর রোববার সিরিজ নির্ধারণী ম্যাচে মুমিনুলবাহিনী শুরুর পাঁচ উইকেট খোয়ালো ৭৭ রানে। প্রথম ম্যাচে লিটন-নাসির গড়েন ১২০ রানের জুটি। দ্বিতীয় ম্যাচেও এ জটির সংগ্রহ ৭০ রান।
বৃষ্টি আইনে ৪৬ ওভারে বাংলাদেশ ‘এ‘ দলের সামনে টার্গেট ২৯০ রান । কিন্তু ব্যাট হাতে বাজে শুরুর ধকল পোহাচ্ছে মুমিনুল বাহিনী। দলীয় মাত্র ৪ রানে দুই উইকেট খোয়ায় বাংলাদেশ ‘এ’ দল । ইনিংসের দ্বিতীয় ও তৃতীয় ওভারে উইকেট দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার সৌম্য সরকার ও ওয়ানডাউন ব্যাটসম্যান এনামুল হক বিজয়। দলীয় ২৪ রানে ওপেনার রনি তালুকদার উইকেট খোয়ালে ভোগান্তি বাড়ে বাংলাদেশ ‘এ’ দলের। ১০ ওভার শেষে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ৩৪/৩। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ে যায় স্বাগতিক ভারত ‘এ’ দল। ৫০ ওভারে তাদের সংগ্রহ পৌঁছে ২৯৭/৬-এ। শুরুর দুই ওয়ানডেতে ব্যর্থ সুরেশ রায়না করেন ১০৪ রান। বল হাতে পেসার শফিউল ইসলাম পান দুই উইকেট।