নতুন বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন হালিম
প্রকাশিত হয়েছে : ১০:১৭:২২,অপরাহ্ন ২১ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৮৬ বার পঠিত
মাথায় বল রেখে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠানো আব্দুল হালিম আগামী মাসে (অক্টোবরে) গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নতুন একটি রেকর্ড গড়ার প্রচেষ্টা চালাবেন। মার্সেলের পৃষ্ঠপোষকতায় ২০১২ সালে বল মাথায় নিয়ে টানা ১৫.২ কিলোমিটার পথ হেঁটে নতুন বিশ্ব রেকর্ড গড়েছিলেন হালিম। মাথায় বল নিয়ে ১১.১২ কিলোমিটার পথ হেঁটে বিশ্ব রেকর্ড গড়েছিলেন মালয়েশিয়ার ই মিং লু। তার সেই রেকর্ড ভাঙতে ২০১১ সালের ২২ অক্টোবর হালিম ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে মাথায় বল নিয়ে টানা ১৫ দশমিক ২ কিলোমিটার হাঁটার ভিডিও দৃশ্য ধারণ করে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জমা দেন। গিনেস কর্তৃপক্ষ ৩ নভেম্বর ভিডিও ফুটেজ পায়। এগুলো পর্যবেক্ষণ করে তারা ১৩ জানুয়ারি হালিমের বিশ্ব রেকর্ডের বিষয়টি নিশ্চিত করে। পরে ২৪ জানুয়ারি গিনেসের ওয়েবসাইটে সংযুক্ত হয় হালিমের নাম। বিশ্বজয়ের স্বীকৃতির সনদ হালিম হাতে পান ৩১ জানুয়ারি। আব্দুল হালিমের বাড়ি মাগুরার শালিখা উপজেলার শতখালি ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে।