জীবন্ত মানুষকে পাথর চাঁপা!
প্রকাশিত হয়েছে : ১১:৩৬:৪১,অপরাহ্ন ২২ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৭৪ বার পঠিত
ভারতে সড়কের গর্তে পড়ে থাকা এক ব্যক্তিকে পাথরের খোয়া চাপা দিয়েছেন সড়ক নির্মাণের কাজে নিয়োজিত অসতর্ক শ্রমিকেরা। এতে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
সোমবার মধ্যপ্রদেশের কাতানি জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গর্তে পড়ে যাওয়ার সময় ৪৫ বছর বয়সী ওই লোকটি মাতাল ছিলেন। নির্মাণকাজে নিয়োজিত একটি টিপার ট্রাকের চালক গর্তে মানুষের উপস্থিতি না জেনেই সেখানে ট্রাকভর্তি পাথরের খোয়া ঢেলে দেন। পরে লোকজন পাথরের খোয়ার ভিতর থেকে একটি হাত বেরিয়ে থাকতে দেখলে বিষয়টি নজরে আসে।
এ ঘটনায় জড়িত সন্দেহে টিপার ট্রাকের চালক ও এক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ব্যক্তি মাতাল অবস্থায় কাছের একটি গ্রাম থেকে নিজ গ্রামে বাড়িতে ফেরার সময় গর্তে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। ঘটনা তদন্তের নির্দেশ দিয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।