‘জাতিসংঘের মিটিংয়ে শেখ হাসিনা কো-চেয়ারম্যান হবেন, এটা গৌরবের’
প্রকাশিত হয়েছে : ৮:০৯:৪৪,অপরাহ্ন ২৩ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩১০ বার পঠিত
কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, জাতিসংঘ অনুষ্ঠিত চারটি মিটিংয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে কো-চেয়ারম্যান হবেন। এটা আমাদের জন্য গৌরবের বিষয়।
আজ বুধবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী সদর ইউনিয়নে ঈদ-উল-আযহা উপলক্ষে হতদরিদ্রদের মাঝে স্পেশাল ভিজিএফ এর চাল বিতরণকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, আপনি(খালেদা জিয়া) আন্তর্জাতিক আদালতে বিচার পাবেন না, বিচার পাবে শেখ হাসিনা কারণ আপনি এবং আপনার ছেলে জঙ্গিদের উত্থান করেছেন বাংলা ভাই তৈরি করেছেন কাজেই মানবের সাথে যখন দানবের লড়াই হয় তখন মানব জেতে দানব জেতে না।
তিনি বলেন, আন্তর্জাতিক শালিস আদালতে বাংলাদেশের দুইজন বিচারপতি নিয়োগ পেয়েছেন। এটা কেন পেরেছেন। আন্তর্জাতিক বিশ্ব দেখেছে, শেখ হাসিনা আইনের শাসনে বিশ্বাস করে।
মতিয়া চৌধুরী উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় দশ হাজার হতদরিদ্রের মধ্যে ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরণ করেন।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার মেহেদুল করিম, খামারবাড়ির উপ-পরিচালক ড. আব্দুস সালামসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।