স্পিনটাকে রহস্যাবৃত রাখতে চাইছে বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ৮:৪১:৪৩,অপরাহ্ন ২৩ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৭৬ বার পঠিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য ১৩ সদস্যের বিসিবি একাদশ নামে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনদিনের ম্যাচের স্কোয়াড ঘোষণা করে বিসিবি।
০২ অক্টোবর দুপুর আড়াইটায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে ক্রিকেটারদের। তিনদিনের ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে ডাক পেয়েছেন নাঈম ইসলাম। দীর্ঘদিন পর বিসিবি’র কোনো দলে ডাক পেলেন নাঈম। ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, আল আমিন হোসেন, শফিউল ইসলামের মতো ক্রিকেটাররাও আছেন দলে। এছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, মো: মিথুন, আবু জায়েদ রাহির মতো বেশ কিছু উঠতি ক্রিকেটার সুযোগ পেয়েছেন বিসিবি একাদশে।
ফতুল্লার ধীর উইকেটে ১৩ জনের দলে একজন স্পিন অলরাউন্ডার ও চারজন ফাস্ট বোলার নেওয়ার কারণ হিসেবে নির্বাচকরা জানান বাংলাদেশ তাদের সেরা তুরুপের তাস স্পিনটা আসল সময়ে ব্যবহার করবে। এছাড়া শক্তিশালী অস্ট্রেলিয়ান বোলিং লাইন আপের বিপক্ষে বেশি ব্যাটসম্যান নেওয়া হয়েছে সামর্থ্য পরীক্ষা করতে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেন, আমরা হোম অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করছি। বাংলাদেশের সফরকারী যেকোনো দলের মতোই অস্ট্রেলিয়াকেও আমরা স্পিন দিয়ে পরীক্ষা করবো।
আগামী ৩-৫ অক্টোবর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিনদিনের ম্যাচটি। এরপর বাংলাদেশ দলের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অসিরা। প্রথম টেস্ট ৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ১৭ অক্টোবর মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে।
বিসিবি একাদশের স্কোয়াড:
ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মাহমুদুল হাসান, মো: মিথুন, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম চৌধুরী, নাঈম ইসলাম, আল আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি, শফিউল ইসলাম।