হজে গিয়ে সন্তান জন্ম দিলেন এক নারী
প্রকাশিত হয়েছে : ১০:০৩:২৮,অপরাহ্ন ২৩ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৭৬ বার পঠিত
হজ পালন করতে গিয়ে সন্তান জন্ম দিয়েছেন এক নারী। হজের প্রথম দিন মঙ্গলবার মিনায় এ পুত্র সন্তানের জন্ম দেন তিনি।
শিশুটির নাম রাখা হয়েছে মুহাম্মাদ আলী। ওই নারী একজন পাকিস্তানি নাগরিক। শিশুটির বাবা জানিয়েছেন, তারা যখন মিনায় পৌঁছান তখন তার স্ত্রী কিছুটা ব্যাথা অনুভব করেন। সঙ্গে সঙ্গেই তাকে মিনা আল ওয়াদি হাসপাতালে নিয়ে যান।
মিনা আল ওয়াদি হাসপাতালের পরিচালক ড. মুহাম্মদ মালাইবারি তার স্বাস্থ্য পরীক্ষার পর বলেছেন, ‘তিনি স্বাভাবিকভাবে সন্তান প্রসব করেছেন এবং মা-শিশু দু’জনই সুস্থ আছেন।’ হজযাত্রা তাঁবু পর্যন্ত যাওয়ার পর এটাই প্রথম কোনো শিশুর জন্ম বলেও জানান তিনি।
হাসপাতালের নার্সিং ডিরেক্টর জানিয়েছেন, এই মা একজন ডায়াবেটিক রোগী। তাই তাকে বিশেষ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।