ইয়েমেনে ঈদের জামাতে বোমা হামলা, নিহত ২৯
প্রকাশিত হয়েছে : ১০:৩৪:১৮,অপরাহ্ন ২৪ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩১৩ বার পঠিত
ইয়েমেনের রাজধানী সানায় একটি মসজিদে ঈদের নামাজে বড় ধরনের বিস্ফোরণে কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। নিরাপত্তা সূত্রের বরাতে বিবিসি এই তথ্য জানিয়েছে।
মুসলিম ধর্মাবলম্বীদের উৎসব ঈদ-উল-আজহার নামাজের সময় আল-বালিলি মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সানার পুলিশ একাডেমির কাছেই বালিলি মসজিদটির অবস্থান। বিস্ফোরণে অনেক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। দেশটির প্রেসিডেন্ট আব্দরাব্বু মনসুর হাদি সৌদি আরব থেকে স্বেচ্ছানির্বাসন কাটিয়ে দক্ষিণাঞ্চলী শহর এডেন ফিরে আসার দুইদিনের মাথায় এই ঘটনা ঘটল। চলতি বছরের মার্চে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের অধিকাংশ অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলে হাদির শেষ শক্ত ঘাঁটি এডেন ছেড়ে মিত্রদেশ সৌদি আরবে পালিয়ে যান তিনি। তখন থেকে হুতি বিদ্রোহীদের লক্ষ করে সৌদি নেতৃত্বাধীন বাহিনী বিমান হামলা চালিয়ে আসছে।
হাদির অনুগত বাহিনীর সঙ্গে মিলে এই জোট এডেনসহ কিছু এলাকা থেকে হুতি বিদ্রোহীদের সরিয়ে দিতে সক্ষম হয়েছে। তবে এরপরও শিয়া হুতি বিদ্রোহীরা এখনো রাজধানী সানা নিয়ন্ত্রণ করছে।সাম্প্রতিক সময়ে সানায় বড় ধরনের বেশকিছু বোমা হামলার ঘটনা ঘটেছে। এগুলোর মধ্যে অনেক হামলায় দায় স্বীকার করেছে সুন্নিভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।