সেল্টার বিপক্ষে বার্সার বড় হার
প্রকাশিত হয়েছে : ১০:৪৫:০৬,অপরাহ্ন ২৪ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৯৫ বার পঠিত
বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়েছে সেল্টা ভিগো। এই এক পরাজয়ের ধাক্কায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকে পাঁচে চলে গিয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা।
সেল্টা ভিগোর বালাইদোস স্টেডিয়ামে প্রথম ২৫ মিনিটে গোলের দেখা পায়নি কেউ। অচলবস্থা কাটে ২৬ মিনিটে। এ সময় হুগো মালোর বাড়ানো বল পেয়ে যান সেল্টা ভিগোর নলিতো বক্সের বাম পাশ দিয়ে বল জালে জড়ান । পরের মিনিটেই আরো একটি গোল হজম করে বসে বার্সা। এবারও গোলের জোগানদাতা নলিতো। তার হেড থেকে পাওয়া বল বাম পায়ের শটে নিশানা ভেদ করেন লাগো আসপাস ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারো আঘাত হানে সেল্টা। ম্যাচের ৫৬ মিনিটে নলিতোর সহায়তায় নিজের দ্বিতীয় গোলের দেখা পান আসপাস। ম্যাচের ৮০ মিনিটে একটি গোল শোধ দেয় লুইস এনরিকের শিষ্যরা। গোলটি করেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে ৮৩ মিনিটে বার্সেলোনার পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সেল্টা ভিগোর জন গুইদেত্তি। তার গোলে ভর করে শেষ পর্যন্ত ৪-১ গোলের পরাজয়ের স্বাদ দেয় মেসিদের।
এই পরাজয়ে ৫ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকে পঞ্চম স্থানে নেমে গেছে বার্সেলোনা।