মিনায় নিহতদের মধ্যে ২৬ জন বাংলাদেশি
প্রকাশিত হয়েছে : ১০:২৭:০৯,অপরাহ্ন ২৯ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৭৫ বার পঠিত
মিনায় পদদলিত হয়ে নিহতদের মধ্যে ২৬ জন বাংলাদেশি বলে চিহ্নিত করা হয়েছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ অ্যাম্বাসি এই তথ্য জানিয়েছে বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬ জনের মধ্যে ১৩ জনের নাম পাওয়া গেছে। বাকিমের নাম এখনো পাওয়া যায়নি।
প্রতিবেদনে অনুযায়ী, সৌদি কর্তৃপক্ষ এখনো নিহতদের সব ছবি প্রকাশ করেনি। খুব শিগগিরই তারা ছবি ও নিহতদের মৃতদেহের ছবি প্রকাশ করবে। এতে বাংলাদেশিদের নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মক্কায় নিহতদের মধ্যে আরো কোনো বাংলাদেশি আছেন কিনা খতিয়ে দেখতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও বাংলাদেশ হজ মিশন এক সঙ্গে কাজ করছে। আহতদের মধ্যে ৩৩ বাংলাদেশি বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন।
বাংলাদেশি নিখোঁজ হাজিদের আত্মীয়, সঙ্গীয় হাজি ও হজ এজেন্টদের মক্কায় বাংলাদেশ হজ মিশনে ১০৭ নম্বর কক্ষে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া ফোনে ০০৯৬৬-(০)১২৫৪১৩৯৮০ নম্বরে, ই-মেইলে (missionhajj@gmail.com) এ যোগাযোগ করতে বলা হয়েছে।