তালেবানের দখলে যাচ্ছে কুন্দুজ
প্রকাশিত হয়েছে : ১০:১১:৪২,অপরাহ্ন ৩০ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৯২ বার পঠিত
আফগানিস্তানের কুন্দুজ শহরের ওপর নিয়ন্ত্রণ আরো পাকাপোক্ত করেছে তালেবান। বুধবার দেশটির উত্তরাঞ্চলীয় এই শহরের একটি পাহাড়ি ঘাটি নিজেদের দখলে নেয় তালেবান জঙ্গিরা।
ন্যাটোর যুদ্ধ বিমানগুলোর সহায়তায় আফগান বাহিনীর জোর চেষ্টার পরও বালা হিসার দুর্গটি তালেবানদের নিয়ন্ত্রণে চলে যায়। এর ফলে শহরটি বিমানবন্দরটি ছাড়া আর কোথাও কার্যত নিয়ন্ত্রণ থাকলো না সরকারি বাহিনীর।
সোমবার শহরটির অধিকাংশ এলাকাই তালেবানরা নিজেদের দখলে নেয়। ২০০১ সালে মার্কিন হামলার মুখে ক্ষমতা হারানোর পর একেই তালেবানের বড় সফলতা বলে বিবেচনা করা হচ্ছে।