সফলভাবে মহাকাশ থেকে ফিরেছে জাপানের ‘কনুতরী’
প্রকাশিত হয়েছে : ৯:৪৫:৪৫,অপরাহ্ন ০১ অক্টোবর ২০১৫ | সংবাদটি ২৮৫ বার পঠিত
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে জরুরি ভিত্তিতে প্রায় পাঁচ টন রসদ পৌঁছে দিয়ে সফলভাবে ফিরে এসেছে জাপানের নভোযান কনুতরী। প্রায় এক মাস ১০ দিন পর বুধবার স্থানীয় সময় ভোর পাঁচটা ৩৩ মিনিটে কার্গো জাহাজ দেশটির মহাকাশ স্টেশনে পৌঁছে। জাপান এয়ারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি(জাক্সা) বুধবার দুপুরে এক সংবাদ সম্মলনে একথা জানায়।
জাক্সার প্রধান নির্বাহী কানেকি নারিতা সংবাদ সম্মেলনে বলেন, ‘মহাকাশ স্টেশনে খাবার, পানি ও কিছু যন্ত্রাংশ সঙ্কটের কারণে জাপানকে একটি কার্গো রকেট পাঠানোর অনুরোধ জানানো হয়। সে প্রেক্ষিতে আমরা কনুতরী-৫ পাঠিয়ে দেই, যা ২৪ আগস্ট আন্তজার্তিক মহাকাশ স্টেশনে পৌঁছে।
এর আগে গত ১৯ আগস্ট রাত আটটা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় পাঁচটা ৫০) কাগুসিমা প্রদেশের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে এইচটুবি রকেটের সঙ্গে কনুতরী-৫ নামক রসদবাহী কার্গো জাহাজ আন্তজার্তিক মহাকাশ স্টেশনে যাত্রা করে।
জাপানের নভোচারী কিমিয়া ইয়ু এ কার্গো জাহাজটির মূল পরিকল্পনাকারী। তিনি মহাকাশ স্টেশনে প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়াও পরীক্ষামূলক হুইস্কি পাঠান।