বয়স লুকানোয় ভারতের ২২ ক্রিকেটার নিষিদ্ধ
প্রকাশিত হয়েছে : ১০:৫২:৫৩,অপরাহ্ন ০১ অক্টোবর ২০১৫ | সংবাদটি ২৪৯ বার পঠিত
বয়সভিত্তিক ক্রিকেটে বয়স লুকানো নিয়মানুযায়ী দন্ডনীয় অপরাধ। আর সে অপরাধেই দন্ডিত হলো ভারতের ২২ ক্রিকেটার। আর এরা সবাই ভারতের বিভিন্ন প্রাদেশিক দলের হয়ে বয়সভিত্তিক ক্রিকেট খেলেন।
বয়স লুকানোর অভিযোগে এই ২২ ক্রিকেটারকে নিষিদ্ধ করা হয়েছে বলে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই থেকে জানানো হয়েছে। বিসিসিআই থেকে বলা হয়েছে, নিষিদ্ধ হওয়া সকল ক্রিকেটার দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) হয়ে অংশ নিতেন। বিসিসিআই এক ই-মেইল বার্তায় এই নিষেধাজ্ঞার সিদ্ধান্তের কথা জানায়।
সেখানে বলা হয়েছে, আমরা ২২ জন ক্রিকেটারকে আপাতত নিষেধাজ্ঞা দিয়েছি। যে কোনো ধরনের বয়সভিত্তিক ক্রিকেটে উল্লেখিত ২২ ক্রিকেটারকে খেলতে দেয়া হবেনা। তাদের জন্ম সার্টিফিকেট পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা দেয়া হবে।’