যুক্তরাষ্ট্রে কলেজে বন্দুকধারীর হামলা, নিহত ১০
প্রকাশিত হয়েছে : ২:৩৪:০৫,অপরাহ্ন ০২ অক্টোবর ২০১৫ | সংবাদটি ২৬৪ বার পঠিত
যুক্তরাষ্ট্রের অরিগন অঙ্গরাজ্যের একটি কলেজে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৭ জন। ডগলাস কাউন্টির শেরিফ জন হ্যানলিন সংবাদকর্মীদের জানিয়েছেন, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হামলাকারী নিহত হয়েছে। ২৬ বছর বয়সী ওই বন্দুকধারী স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে অরিগনের উম্পকুয়া কমিউনিটি কলেজে ভারী অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন ও বিবিসি। নিহত হামলাকারীরর নাম ক্রিস হার্পার মার্সার। তবে শেরিফ জন হ্যানলিন হামলাকারীর নাম উল্লেখ করবেনা বলে জানান, আমি তাকে কাপুরোষোতি এ হামলার কৃতিত্ব দেবো না যেটা সে হয়তো চেয়েছিল। হামলার কয়েক ঘণ্টা পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন। এ সময় মাকিন প্রেসিডেন্টের কণ্ঠে ক্ষোভ ছিল স্পষ্ট। তিনি অপেক্ষাকৃত কঠোর অস্ত্র আইনের কথা উল্লেখ করে বলেন, শুধু প্রার্থনা করা আর যথেষ্ট নয়।