‘মাশরাফির সুস্থ হতে দুই সপ্তাহ লাগতে পারে’
প্রকাশিত হয়েছে : ১১:০৭:০৯,অপরাহ্ন ০৯ অক্টোবর ২০১৫ | সংবাদটি ২৮৯ বার পঠিত
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে আছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় দলের চিকিৎসক দেবাশিষ চৌধুরী। এরই মধ্যে তার পরীক্ষা-নীরিক্ষা সম্প্ন্ন হয়েছে। তার বর্তমান পরিস্থিতি নিয়ে দেবাশিষ চৌধুরী মানবজমিনকে বলেন, ‘ আমরা নিশ্চিত হয়েছি তার (মাশরাফি) ডেঙ্গু জ্বর হয়েছে। তার রক্তে অনুচক্রিকা কমে গেছে। যে কারণে তাকে হাসপাতালে একটু বেশি সময় অপেক্ষা করতে হবে।’ তবে কতদিন লাগবে সেই বিষয়ে সঠিকভাবে কিছু জানাতে না পারলেও অন্তত এক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে যদি রক্তের অনুচক্রিকা আরও কমে যায় তাহলে দুই সপ্তাহ বা তার চেয়েও বেশি সময় লাগবে বলে তিনি জানান। এই অনুচক্রিকা কমে যাওয়াকেই ভয়ের বিষয় হিসেবে দেখছেন চিকিৎসকরা। শুক্রবার থেকে শুরু হতে ১৭ম জাতীয় ক্রিকেট লীগের তৃতীয় রাউন্ডে খেলার কথা ছিল মাশরাফি বিন মুর্তজার। কিন্তু হঠাৎ করেই ডেঙ্গুর কারণে তার আর মাঠে নামা হচ্ছে না। এমনকি জাতীয় ক্রিকেট লীগ খেলে টেস্ট দলের ফিরার যে স্বপ্ন তিনি দেখছিলেন এখন তারও অপেক্ষা আরও বাড়লো।