ডলার সংকটে কেন্দ্রীয় ব্যাংক I
প্রকাশিত হয়েছে : ১১:৩৪:৪৪,অপরাহ্ন ১৪ অক্টোবর ২০১৫ | সংবাদটি ৪৪১ বার পঠিত
ঢাকা: নগদ ডলার সংকটে পরেছে কেন্দ্রীয় ব্যাংক। এর জন্য ব্যাংকগুলোর সমন্বয়হীন দর নির্ধারণ ও মুদ্রা পাচার কে দায়ী করছেন ব্যাংকাররা।
ডলারের পরিমাণ কমে যাওয়ায় এই চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে ব্যাংকগুলোকে। বাংলাদেশ ব্যাংকের ভল্টে
থাকা ডলার দিয়েও সেই চাহিদা মেটানো যাচ্ছে না।
পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে কাগুজে ডলার আমদানির উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর এজন্য ডলার আমদানিতে শুল্কমুক্ত সুবিধা চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে চিঠি দেয়া হয়েছে।
যদিও কিছু দিন পর পর রেকর্ড গড়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। তার পরেও এই সংকট!
সর্বশেষ হিসাবে যা ছাড়িয়ে গেছে দুই হাজার ছয়’শ কোটি ডলার। এ অবস্থার পরও দেশে নগদ ডলারের তীব্র সংকট
দেখা দিয়েছে।