জিম্বাবুয়ের সফর নিয়ে বিস্মিত বিসিবি
প্রকাশিত হয়েছে : ১২:৩০:৪০,অপরাহ্ন ২০ অক্টোবর ২০১৫ | সংবাদটি ২৯০ বার পঠিত
ক্রীড়া প্রতিবেদক:
জিম্বাবুয়ের বাংলাদেশ সফরের ব্যাপার নিয়ে বিস্মিত প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নভেম্বরে জিম্বাবুয়ের বাংলাদেশ সফরে আসার কথা। কিন্তু কয়টি ওয়ানডে আর কয়টি টি-২০ ম্যাচ খেলবে এনিয়ে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডেও সঙ্গে আলোচনা চলছে বিসিবির। সমস্যা দাড়িয়েছে কিছু কিছু ওয়েব পোর্টাল নিয়ে। বেশ কিছু ওয়েব পোর্টালে লেখা হয়েছে তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। আর সেখানে তারা তারিখও উল্লেখ করে দিয়েছে। ৪, ৬ ও ৮ তারিখে হবে ওয়ানডে আর ১১, ১৩ ও ১৫ তারিখে হবে টি-২০ তিনটি। জিম্বাবুয়ের আসার তারিখ উল্লেখ করেছে ১ নভেম্বর।
আর এ ব্যাপারটি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দীন চৌধুরি সুজন। নিজামউদ্দীন চৌধুরি বলেন, ‘ এখনও সবকিছু চুড়ান্ত হয়নি। দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে। আমি এতটুকু বলতে পারি যে বিভিন্ন ওয়েব পোর্টালে যে সফরসূচি প্রকাশ করা হয়েছে তা আনুষ্ঠানিক নয়। আমরা অচিরেই চুড়ান্ত সফরসূচি ঘোষণা করবো।
জিম্বাবুয়ে এখন নিজ মাঠে খেলছে আফগানিস্তনের বিপ। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হবে ২৪ অক্টোবর। এরপর দুটি টি-২০ ম্যাচে ২৬ ও ২৮ অক্টোবর মুখোমুখি হবে দুদল।
জিম্বাবুয়ে অক্টেবর মাসে অনন্ত ব্যস্ত সময় কাটাচ্ছে। ১,৩, ৫ অক্টোবর পাকিস্তানের বিপে তারা খেলেছে তিনটি ওয়ানডে। ৯, ১১ ও ১৩ অক্টোবর আয়ারল্যান্ডের বিরুদ্ধে আরও তিনটে ওয়ানডে ম্যাচ খেলার পর এখন তারা পাঁচ ম্যাচ সিরিজে আফগানিস্তানের সঙ্গে লড়ছে। অর্থ্যাৎ অক্টোবর মাসে মোট ১১ টি ওয়ানডে খেলার সুযোগ পাচ্ছে জিম্বাবুয়ে।