টেন্ডুলকারের জীবন থেকে শিখতে বললেন মোদি
প্রকাশিত হয়েছে : ৭:৫৮:৫৬,অপরাহ্ন ২৯ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ৩৪৫ বার পঠিত
ক্রীড়া ডেস্ক: সেই এতটুকু বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু। তারপর প্রায় দুই যুগে ব্যাটিংয়ের কতো শত রেকর্ড নিয়ে যে কাটাকুটি খেলেছেন শচীন টেন্ডুলকার তার শেষ নেই। এমন অনেক রেকর্ড গড়েছেন যা হয়তো কোনোদিনই কেউ ভাঙতে পারবেন না। ক্রিকেটার হিসেবে ঈশ্বরের মর্যাদা পেয়েছেন ভারতে। মানুষ হিসেবেও দেবতার আসনে তিনি। আর সেই টেন্ডুলকারকে আদর্শ মেনে তার জীবন থেকে শিক্ষার্থীদের শিখতে বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদি।
রোববার জাতির উদ্দেশ্যে ২০১৭ সালে প্রথমবারের মতো ‘মন কি বাত’ অনুষ্ঠানে কথা বললেন মোদি। প্রতি মাসের অনুষ্ঠান এটি। এবার মোদি তার দেশের ছাত্র-ছাত্রীদের বললেন, মুখস্ত বিদ্যা থকে সরে আসতে। জ্ঞানের জন্য শিক্ষা নিতে। নিজের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে। অন্যের সাথে প্রতিদ্বন্দ্বিতায় কিছু মেলে না বলে প্রধানমন্ত্রীর বিশ্বাস।
‘শচীন টেন্ডুলকারের জীবন থেকে উদাহরণ নাও। ২০ বছরের চেয়ে দীর্ঘ ক্যারিয়ারে দিনের পর দিন সে নিজের রেকর্ড ভেঙে গেছে। প্রতিনিয়ত নিজেকে আরো ভালো থেকে ভালো হিসেবে গড়ে তুলেছে।‘ টেন্ডুলকারের প্রসঙ্গ টেনে মোদি বলেছেন, ‘তার সাফল্যের পেছনের রহস্যটা হলো নিজের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা। অন্যের সাথে প্রতিযোগিতা করা নয়।’
২০০৯ সালে টেন্ডুলকারে ক্যারিয়ারের ২০ বছর পূর্তী উপলক্ষে তার হাতে স্মারক তুলে দিয়েছিলেন মোদি। টেন্ডুলকার টেস্ট ও ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক। দুই সংস্করণের ক্রিকেট মিলিয়ে তার সেঞ্চুরির সংখ্যা ১০০। এমন সেঞ্চুরি আর কারো নেই। ওয়ানডে ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরিটাও করেছিলেন তিনি। আরো অনেক রেকর্ডের মালিক টেন্ডুলকার।