প্রথমদিন শেষে ভারত ৩৫৬/৩ (৯০ ওভার)
প্রকাশিত হয়েছে : ৭:২৮:৩৫,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০১৭ | সংবাদটি ২৯১ বার পঠিত
বাংলাদেশ বনাম ভারত একমাত্র টেস্ট
ভারত প্রথম ইনিংস
লোকেশ রাহুল বোল্ড বল তাসকিন ২ রান (৪ বল)
মুরালি বিজয় বোল্ড বল তাইজুল ইসলাম ১০৮ রান (১৬০ বল)
চেতেশ্বর পূজারা ক্যাচ মুশফিক বল মিরাজ ৮৩ রান (১৭৭ বল)
বিরাট কোহলি অপরাজিত ১১১ রান (১৪১ বল)
অজিঙ্কা রাহানে অপরাজিত ৪৫ (৬০ বল)
উইকেট পতন: ১-২ (রাহুল, ০.৪ ওভার), ২-১৮০ (পূজারা, ৫০.৫ ওভার), ৩-২৩৪ (বিজয়, ৬৩.৪ ওভার)
বোলিং
তাসকিন আহমেদ ১৬ ওভার, ৫৮ রান, ১ উইকেট
কামরুল ইসলাম রাব্বী ১৭ ওভার, ৯১ রান, ০ উইকেট
সৌম্য সরকার ১ ওভার, ৪ রান, ০ উইকেট
মেহেদী হাসান মিরাজ ২০ ওভার, ৯৩ রান, ১ উইকেট
সাকিব আল হাসান ১৩ ওভার, ৪৫ রান, ০ উইকেট
তাইজুল ইসলাম ২০ ওভার, ৫০ রান, ১ উইকেট
সাব্বির রহমান ৩ ওভার, ১০ রান, ০ উইকেট
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক, উইকেটরক্ষক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বী।
ভারত একাদশ: মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক),অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, ইশান্ত শর্মা।
টস: টস জিতে ব্যাটিংয়ে ভারত
আম্পায়ার: মারাইস এরাসমাস (দক্ষিণ আফ্রিকা), জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
টিভি আম্পায়ার: ক্রিস গাফফানি (নিউজিল্যান্ড)
ম্যাচ রেফারি: অ্যান্ডি পাইক্রফট (জিম্বাবুয়ে)
রিজার্ভ আম্পায়ার: নিতিন মেনন