বাংলাদেশ বনাম ভারত একমাত্র টেস্ট ২০৮ রানে জয়ী ভারত
প্রকাশিত হয়েছে : ৫:২৯:০৭,অপরাহ্ন ১৩ ফেব্রুয়ারি ২০১৭ | সংবাদটি ৩১৩ বার পঠিত
ক্রীড়া প্রতিবেদক,
বাংলাদেশ বনাম ভারত একমাত্র টেস্ট
ফল: ২০৮ রানে জয়ী ভারত
ভারত প্রথম ইনিংস: ৬৮৭/৬ডি (১৬৬ ওভার)
লোকেশ রাহুল বোল্ড বল তাসকিন ২ রান (৪ বল)
মুরালি বিজয় বোল্ড বল তাইজুল ইসলাম ১০৮ রান (১৬০ বল)
চেতেশ্বর পূজারা ক্যাচ মুশফিক বল মিরাজ ৮৩ রান (১৭৭ বল)
বিরাট কোহলি এলবিডব্লিউ ২০৪ রান (২৪৬ বল)
অজিঙ্কা রাহানে ক্যাচ মিরাজ বল তাইজুল ৮২ (১৩৩ বল)
ঋদ্ধিমান সাহা অপরাজিত ১০৬ রান (১৫৫ বল)
রবীচন্দ্রন অশ্বিন ক্যাচ সৌম্য বল মিরাজ ৩৪ রান (৪৫ বল)
রবীন্দ্র জাদেজা অপরাজিত ৬০ রান (৭৮ বল)
উইকেট পতন: ১-২ (রাহুল, ০.৪ ওভার), ২-১৮০ (পূজারা, ৫০.৫ ওভার), ৩-২৩৪ (বিজয়, ৬৩.৪ ওভার), ৪-৪৫৬ (রাহানে ১১৩.৩ ওভার), ৫-৫৯৫ (কোহলি, ১২৫.১ ওভার), ৬-৫৬৯ (অশ্বিন, ১৪০.৩ ওভার)।
বোলিং
তাসকিন আহমেদ ২৫ ওভার, ১২৭ রান, ১ উইকেট
কামরুল ইসলাম রাব্বী ১৯ ওভার, ১০০ রান, ০ উইকেট
সৌম্য সরকার ১ ওভার, ৪ রান, ০ উইকেট
মেহেদী হাসান মিরাজ ৪২ ওভার, ১৬৫ রান, ২ উইকেট
সাকিব আল হাসান ২৪ ওভার, ১০৪ রান, ০ উইকেট
তাইজুল ইসলাম ৪৭ ওভার, ১৫৬ রান, ৩ উইকেট
সাব্বির রহমান ৩ ওভার, ১০ রান, ০ উইকেট
মাহমুদউল্লাহ রিয়াদ ৫ ওভার, ১৬ রান, ০ উইকেট
বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৮৮ (১২৭.৫ ওভার)
তামিম ইকবাল রান আউট (উমেশ/ভুবনেশ্বর)২৪ রান (৪৮ বল)
সৌম্য সরকার ক্যাচ সাহা বল উমেশ ১৫ রান (৩১ বল)
মুমিনুল হক এলবিডব্লিউ বল উমেশ ১২ রান (৩৬ বল)
মাহমুদউল্লাহ রিয়াদ এলবিডব্লিউ বল ইশান্ত ২৮ রান (৫৭ বল)
সাকিব আল হাসান ক্যাচ উমেশ বল অশ্বিন ৮২ রান (১০৩ বল)
মুশফিকুর রহিম ক্যাচ সাহা বল অশ্বিন ১২৭ রান (২৬২ বল)
সাব্বির রহমান এলবিডব্লিউ বল জাদেজা ১৬ রান (৩৫ বল)
মেহেদী হাসান মিরাজ বোল্ড বল ভুবনেশ্বর ৫১ রান (১০৭ বল)
তাইজুল ইসলাম ক্যাচ সাহা বল উমেশ ১০ রান (৩৮ বল)
তাসকিন আহমেদ ক্যাচ রাহানে বল জাদেজা ৮ রান (৩৫ বল)
কামরুল ইসলাম রাব্বী অপরাজিত ০ রান (১০ বল)
উইকেট পতন: ১-৩৮ (সৌম্য, ১১.২ ওভার), ২-৪৪ (তামিম, ১৬.৪ ওভার), ৩-৬৪ (মুমিনুল, ২৪.১ ওভার), ৪-১০৯ (মাহমুদউল্লাহ, ৩৪.৪ ওভার), ৫-২১৬ (সাকিব, ৬২.১ ওভার), ৬-২৩৫ (সাব্বির, ৭১.১ ওভার), ৭-৩২২ (মিরাজ, ১০৪.৪ ওভার), ৮-৩৩৯ (তাইজুল, ১১৩.৫ ওভার), ৯-৩৭৮ (তাসকিন, ১২৪.৩ ওভার), ১০-৩৮৮ (মুশফিক, ১২৭.৫ ওভার)
বোলিং
ভুবনেশ্বর কুমার ২১ ওভার, ৫২ রান, ১ উইকেট
ইশান্ত শর্মা ২০ ওভার, ৬৯ রান, ১ উইকেট
রবীচন্দ্রন অশ্বিন ২৮.৫ ওভার, ৯৮ রান, ২ উইকেট
উমেশ যাদব ২৫ ওভার, ৮৪ রান, ৩ উইকেট
রবীন্দ্র জাদেজা ৩৩ ওভার, ৭০ রান, ২ উইকেট
ভারত দ্বিতীয় ইনিংস: ১৫৯/৪ডি (২৯ ওভার)
মুরালি বিজয় ক্যাচ মুশফিক বল তাসকিন ৭ রান (১৪ বল)
লোকেশ রাহুল ক্যাচ মুশফিক বল তাসকিন ১০ রান (১৭ বল)
চেতেশ্বর পূজারা অপরাজিত ৫৪ রান (৫৮ বল)
বিরাট কোহলি ক্যাচ রিয়াদ বল সাকিব ৩৮ রান (৪০ বল)
অজিঙ্কা রাহানে বোল্ড বল সাকিব ২৮ রান (৩৫ বল)
রবীন্দ্র জাদেজা অপরাজিত ১৬ রান (১০ বল)
উইকেট পতন: ১-১২ (বিজয়, ৩.৫ ওভার), ২-২৩ (রাহুল, ৫.৪ ওভার), ৩-৯০ (কোহলি, ১৬.৫ ওভার), ৪-১২৮ (রাহানে, ২৬.১ ওভার)
বোলিং
তাইজুল ইসলাম ৬ ওভার, ২৯ রান, ০ উইকেট
তাসকিন আহমেদ ৭ ওভার, ৪৩ রান, ২ উইকেট
সাকিব আল হাসান ৯ ওভার, ৫০ রান, ২ উইকেট
মেহেদী হাসান মিরাজ ৭ ওভার, ৩২ রান, ০ উইকেট
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ২৫০ (১০০.৩ ওভার)
তামিম ইকবাল ক্যাচ কোহলি বল অশ্বিন ৩ (১১ বল)
সৌম্য সরকার ক্যাচ রাহানে বল জাদেজা ৪২ রান (৬৬ বল)
মুমিনুল হক ক্যাচ রাহানে বল অশ্বিন ২৭ রান (৬৩ বল)
মাহমুদউল্লাহ রিয়াদ ক্যাচ ভুবনেশ্বর বল ইশান্ত ৬৪ রান (১৪৯ বল)
সাকিব আল হাসান ক্যাচ পূজারা বল জাদেজা ২২ রান (৫০ বল)
মুশফিকুর রহিম ক্যাচ জাদেজা বল অশ্বিন ২৩ রান (৪৪ বল)
সাব্বির রহমান এলবিডব্লিউ বল ইশান্ত শর্মা ২২ রান (৬১ বল)
মেহেদী হাসান মিরাজ ক্যাচ সাহা বল জাদেজা ২৩ রান (৬১ বল)
কামরুল ইসলাম রাব্বী অপরাজিত ৩ রান (৭০ বল)
তাইজুল ইসলাম ক্যাচ রাহুল বল জাদেজা ৬ রান (২৪ বল)
তাসকিন আহমেদ এলবিডব্লিউ বল অশ্বিন ১ রান (৭ বল)
উইকেট পতন: ১-১১ (তামিম, ৫.২ ওভার), ২-৭১ (সৌম্য, ২১.৬ ওভার), ৩-৭৫ (মুমিনুল, ২৪.১ ওভার), ৪-১০৬ (সাকিব, ৩৭.৩ ওভার), ৫-১৬২ (মুশফিকুর রহিম, ৫২.৪ ওভার), ৬-২১৩ (সাব্বির, ৭০.৪ ওভার), ৭-২২৫ (মাহমুদউল্লাহ, ৭৬.৩ ওভার), ৮-২৪২ (মেহেদী হাসান, ৯০.৪ ওভার), ৯-২৪৯ (তাইজুল, ৯৭.৫ ওভার), ১০-২৫০ (তাসকিন, ১০০.৩ ওভার)।
বোলিং
ভুবনেশ্বর কুমার ৮ ওভার, ১৫ রান, ০ উইকেট
রবীচন্দ্রন অশ্বিন ৩০.৩ ওভার, ৭৩ রান, ৪ উইকেট
ইশান্ত শর্মা ১৩ ওভার, ৪০ রান, ২ উইকেট
উমেশ যাদব ১২ ওভার, ৩৩ রান, ০ উইকেট
রবীন্দ্র জাদেজা ৩৭ ওভার, ৭৮ রান, ৪ উইকেট
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক, উইকেটরক্ষক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বী।
ভারত একাদশ: মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক),অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, ইশান্ত শর্মা।
টস: টস জিতে ব্যাটিংয়ে ভারত
আম্পায়ার: মারাইস এরাসমাস (দক্ষিণ আফ্রিকা), জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
টিভি আম্পায়ার: ক্রিস গাফফানি (নিউজিল্যান্ড)
ম্যাচ রেফারি: অ্যান্ডি পাইক্রফট (জিম্বাবুয়ে)
রিজার্ভ আম্পায়ার: নিতিন মেনন