পিসিএলে যোগ দিচ্ছেন তিন বাংলাদেশি
প্রকাশিত হয়েছে : ৪:৪১:৪৯,অপরাহ্ন ১৪ ফেব্রুয়ারি ২০১৭ | সংবাদটি ৪১৭ বার পঠিত
ক্রীড়া প্রতিবেদক,
ফাইল ছবি: তামিম, সাকিব ও মাহমুদউল্লাহ।
ভারত সফর শেষে আজই দেশে ফিরছে বাংলাদেশ দলে। কিন্তু পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।
প্রথমবারের মতো পিসিএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠে দেখা যাবে টাইগার অল রাউন্ডার রিয়াদকে। আর পেশোয়ার জালমির হয়ে খেলবেন সাকিব ও তামিম।
পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হয়েছে ৯ ফেব্রুয়ারি। চলবে ৫ মার্চ পর্যন্ত। এবারের আসরে ৫টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
দলগুলো হল-করাচি কিংস, লাহোর কোয়ালান্ডার্স, পেশোয়ার জালমি, কোয়েটা গ্লাডিয়েটর্স ও ইসলামাবাদ ইউনাইটেড।
গ্রুপ পর্ব থেকে ফাইনালে পর্যন্ত ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। শিরোপার লড়াই হবে পাকিস্তানের লাহোরে। এমন ঘোষণা আগেই দিয়ে রাখেন পিএসএলের চেয়ারম্যান নাজাম শেঠি।