আইপিএলের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হায়দরাবাদে
প্রকাশিত হয়েছে : ৯:৫৬:৩৭,অপরাহ্ন ১৫ ফেব্রুয়ারি ২০১৭ | সংবাদটি ৩২৬ বার পঠিত
আইপিএলের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হায়দরাবাদে
ক্রীড়া প্রতিবেদক,
আগামী ৫ এপ্রিল মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসর। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। উদ্বোধনী এবং ফাইনাল উভয় ম্যাচই অনুষ্ঠিত হবে হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।
আইপিএলের নিয়ম অনুযায়ী ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ আয়োজন করার অধিকার রাখে। গত আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো মোস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দরাবাদ। এবারের উদ্বোধনী ম্যাচটিও অনুষ্ঠিত হবে এই দুই দলের মধ্যে।
মোট দশটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে আইপিএলের এবারের আসর। ২০১১ সালের পর ইন্দোরকে এবার আইপিএলের ভেন্যু হিসেবে রাখা হয়েছে। এখানে মোট দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
২০১১ সালে কোচি টাস্কার্স কেরালা দলের দ্বিতীয় হোম ভেন্যু ছিল ইন্দোর। সেবার এই ভেন্যুতে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো। এবার ইন্দোর হবে কিংস ইলেভেন পাঞ্জাব দলের দ্বিতীয় হোম ভেন্যু।
এই ভেন্যুতে এবারও দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটি হবে আগামী ১০ এপ্রিল। এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২০ এপ্রিল। এই ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স।